বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে বিশেষজ্ঞরা অনুমান করেছেন, দেশে (India) লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) সময়ে বিভিন্ন পদে ৯ লক্ষ অস্থায়ী কর্মসংস্থান হবে। উল্লেখ্য যে, ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ টি আসনে ভোট হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের শেষ দফা সম্পন্ন হবে ১ জুন।
এমতাবস্থায়, ওয়ার্ক ইন্ডিয়ার CEO এবং কো-ফাউন্ডার নীলেশ দুঙ্গারওয়াল জানিয়েছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়ে সারা দেশে অস্থায়ী চাকরির সঠিক সংখ্যা কত হবে তা বিভিন্ন কারণের ওপর নির্ভর করবে। যেমন নির্বাচনের স্কেল, ভোট কেন্দ্রের সংখ্যা এবং নির্বাচন সংক্রান্ত কার্যক্রমের বিষয়। তবে, অনুমান করা হচ্ছে নির্বাচনের সময়ে অন্তত ৯ লক্ষ চাকরির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
কারা পাবেন চাকরি: তিনি জানান, ২০২৪-এর লোকসভা নির্বাচনের সময় যে অস্থায়ী চাকরি তৈরি করা হবে তাতে নির্বাচনী প্রক্রিয়ার একাধিক দিক মাথায় রেখে বিভিন্ন ভূমিকা অন্তর্ভুক্ত রয়েছে। দুঙ্গারওয়াল বলেন, কিছু সাধারণ পদের মধ্যে রয়েছে ভোট কেন্দ্রের আধিকারিক, নির্বাচনী ক্লার্ক, নিরাপত্তা কর্মী, ডেটা এন্ট্রি অপারেটর, পরিবহণ সমন্বয়কারী এবং প্রশাসনিক কর্মীরা। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে এবং পুরো নির্বাচন জুড়ে স্বচ্ছতা বজায় রাখতে এই কর্মচারীরা গুরুত্বপূর্ণ। দুঙ্গারওয়াল জানান যে এর আগে ২০১৯ সালের সাধারণ নির্বাচনের সময়ে কোম্পানির প্ল্যাটফর্মে, অ্যাকাউন্টিং (৮০ শতাংশ), ডেটা এন্ট্রি (৬৪ শতাংশ), নিরাপত্তা কর্মী (৮৬ শতাংশ), ব্যাক অফিস (৭০ শতাংশ), ডেলিভারি, ড্রাইভার, ফিল্ড সেলস এবং খুচরো (৬৫ শতাংশ), লেখালেখির (৬৭ শতাংশ) মতো পেশার সঙ্গে সম্পর্কিত চাকরি ছিল।
আরও পড়ুন: স্টার্ক একা নন, এই পাঁচ প্লেয়ারও কয়েক কোটি নিয়ে ডুবিয়েছে দলকে! রইল তালিকা
অস্থায়ী পোস্ট তৈরি করা হয়েছে: সিআইইএল-এর এইচআর ডিরেক্টর এবং সিইও আদিত্য নারায়ণ মিশ্রও এই মতামতকে মেনে নিয়ে জানিয়েছেন, গত ছয় মাসে এটি অনুমান করা হয়েছে যে আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে প্রায় ২ লক্ষ অস্থায়ী পদ তৈরি করা হয়েছে। তিনি বলেন, এই ভূমিকাগুলি নির্বাচনী প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। যেমন ডেটা বিশ্লেষণ, পরিকল্পনা, জনসংযোগ, বাজার সার্ভে, মিডিয়া সম্পর্ক, বিষয়বস্তু ডিজাইন, বিষয়বস্তু বিপণন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, AI কৌশল এবং প্রকল্প পরিচালনা।
আরও পড়ুন: ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান ভালোবাসেন কিশোর কুমারের গান! চিনে নিন দীনেশ ত্রিপাঠীকে
চাকরি শুধু নির্বাচনের জন্য: মিশ্র বলেছেন, “নির্বাচনী এলাকায় ভোট শেষ হওয়ার আগে পর্যন্ত প্রচার কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট, প্রিন্টিং, পরিবহণ, খাদ্য ও পানীয়, ক্যাটারিং, নিরাপত্তা, আইটি নেটওয়ার্ক ব্যবস্থাপনা এবং বিশ্লেষণের কার্যক্রম ব্যাপকভাবে বাড়াতে হবে।” ওইসব কাজে অস্থায়ী ভিত্তিতে প্রায় ৪ লক্ষ নিয়োগ করা হবে বলে জানান তিনি। যেহেতু, এই চাকরিগুলি শুধুমাত্র নির্বাচনের জন্য, তাই অস্থায়ী কর্মসংস্থানের এই বৃদ্ধি বর্তমান চাকরির বাজারের গতিশীলতাকে প্রভাবিত করবে না।