ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান ভালোবাসেন কিশোর কুমারের গান! চিনে নিন দীনেশ ত্রিপাঠীকে

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে সামুদ্রিক ক্ষেত্রে চিনা শক্তির সঙ্গে পাল্লা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন চ্যালেঞ্জকে অতিক্রম করার চেষ্টা করছে ভারত। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা এবং আরব-লোহিত সাগরের উত্তেজনার আবহ। ঠিক এহেন পরিস্থিতিতেই এবার ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) রাশ ধরতে আসছেন দীনেশ ত্রিপাঠি (Dinesh Tripathi)। জানা গিয়েছে যে, আগামী দুই বছর এক মাসের জন্য তিনি এই দায়িত্বে থাকবেন। এমতাবস্থায়, নৌবাহিনীর অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা থেকে শুরু করে ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষার ক্ষমতা আরও জোরদার করার বিষয়টিতেই প্রধান লক্ষ্য থাকবে তাঁর।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আগামী ৩০ এপ্রিল অবসরে গ্রহণ করবেন বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। তারপরেই ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান ভাইস অ্যাডমিরাল হবেন দীনেশ ত্রিপাঠি। বর্তমানে নৌবাহিনীর ভাইস চিফের দায়িত্বে থাকা দীনেশ ত্রিপাঠী আগামী ৩০ এপ্রিলই নৌপ্রধানের দায়িত্ব নেবেন বলেও জানা গিয়েছে। ৩৯ বছরের দীর্ঘ কর্মজীবনে, দীনেশ ভারতীয় নৌবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন। পাশাপাশি, তিনি এর আগে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ ছিলেন।

Dinesh Tripathi is the new Chief of Indian Navy.

প্রসঙ্গত উল্লেখ্য যে, খেলাধুলার প্রতি ত্রিপাঠির বিশেষ ভালোবাসা রয়েছে। শুধু তাই নয় টেনিস থেকে শুরু করে ব্যাডমিন্টন ও ফিটনেস এবং গানের প্রতিও সামরিক মহলে তিনি বেশ সুপরিচিত। নৌবাহিনীর একজন অফিসার জানিয়েছেন যে দীনেশ কিশোর কুমারের গান গাইতে বেশ পছন্দ করেন। এদিকে, ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের স্নাতক দীনেশ সেখানে থিমাইয়া পদক পেয়েছিলেন। পাশাপাশি নিউপোর্ট, রোড আইল্যান্ডের ইউএস নেভাল ওয়ার কলেজে নেভাল হায়ার কমান্ড কোর্স এবং নেভাল কমান্ড কলেজে যোগদান করে তিনি জিতে নিয়েছিলেন রবার্ট ই বেটম্যান আন্তর্জাতিক পুরস্কার। এছাড়াও ত্রিপাঠির ঝুলিতে রয়েছে অতি বিশেষ সেবা পদক ও নৌবাহিনী পদক।

আরও পড়ুন: Tesla-কে টক্কর, ভারতের রাস্তায় চালক ছাড়াই চলছে Bolero! দেখে চক্ষু চড়কগাছ স্বয়ং আনন্দ মাহিন্দ্রার

দীনেশ ত্রিপাঠি ১ জুলাই ১৯৮৫ সালে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হন। তিনি একজন কমিউনিকেশন এবং ইলেকট্রনিক যুদ্ধ বিশেষজ্ঞ। শুধু তাই নয়, তিনি নৌবাহিনীর ফ্রন্টলাইন যুদ্ধজাহাজে সিগন্যাল কমিউনিকেশন অফিসার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার অফিসার হয়েও কাজ করেছিলেন। এর পাশাপাশি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস মুম্বাই-এর এক্সিকিউটিভ অফিসার এবং প্রিন্সিপাল ওয়ারফেয়ার অফিসার হিসেবেও কাজ করার দক্ষতা রয়েছে তাঁর।

আরও পড়ুন: হুশ করে পৌঁছে যান সিকিম! ঝড়ের গতিতে এগোচ্ছে রেল প্রোজেক্ট, বাকি শুধু এতটুকু কাজ

এছাড়াও জানা গিয়েছে যে, তিনি আইএনএস কির্চ, ত্রিশুল এবং বিনাশের মতো নৌ জাহাজের নেতৃত্ব দিয়েছেন। এমতাবস্থায়, ২০১৯ সালের জুন মাসে, তাঁকে ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন ক্ষেত্রে তিনি কাজ করার পর ২০২৪ সালের ৪ জানুয়ারি তাঁকে নৌবাহিনীর ভাইস চিফ হিসেবে নিযুক্ত করা হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর