লকডাউনের মধ্যে তৃণমূল নেতার বাড়িতে মজুত ছিল ৯০ টি তাজা বোমা! উদ্ধার করে নেতাকে গ্রেফতার করল পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে সঙ্কটে গোটা বাংলা । চারিদিকে লকডাউন বাড়ি থেকে বের হতে পারছে না কেউই। আর এই সঙ্কটের মধ্যে তৃণমূল (All India Trinamool Congress) নেতার বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রেড জোন এলাকা বলে ঘোষণা হয়েছে পূর্ব মেদিনীপুর। আর সেখানকার ভগবানপুর তৃণমূল নেতা কাসিমুদ্দিন এর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৯০ টি তাজা বোমা।

police 13

খবর জানাজানি হতে গোটা বাড়ি ঘিরে ফেলেছে স্থানীয় পুলিশ। বোমা নিষ্ক্রিয় করতে ডাকা হয়েছে বোমা ডিসপোজাল ইউনিটকে। এবং পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল (TMC) নেতা কাসিমুদ্দিন। গোপন সুত্রে খবর পাওয়ার পর ভগবানপুরের পুলিশ ওই তৃণমূল নেতার বাড়িতে হানা দেয়।

বাড়িতে হানা দেওয়ার পর নেতার বাড়ির বাগান থেকে উদ্ধার করা হয় ৯০ টি তাজা দেশি বোমা। ওই বোমা গুলোকে নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বোমা ডিসপোজাল ইউনিটকে। তবে এই বোমা উদ্ধার হওয়ার পর আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয়দের আশঙ্কা বোমা নিষ্ক্রিয় করার সময় যেন নৈহাটির মতো অবস্থা না হয়।

উল্লেখ্য, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ওই এলাকায় নিয়মিত বোমা বাজি চলতেই থাকে। এমনকি লকডাউনের মধ্যেও ওই এলাকায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ সামনে এসেছে। বোমা নিষ্ক্রিয় দল এসে তৃণমূল নেতার বাড়ি থেকে ওই তাজা বোমা গুলো উদ্ধার করে। তিনটি প্ল্যাস্টিকে কন্টেইনারে করে ওই বোমা গুলো নিয়ে যাওয়া হয়।

এরপর কেলেঘাই নদীর ধারে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা কাসিমুদ্দিনকে।


Koushik Dutta

সম্পর্কিত খবর