বাংলাহান্ট ডেস্কঃ প্রকাশিত হয়েছে বাংলা সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। কোনও কোনও রাজ্যে ইতিমধ্যেই মিটে গিয়েছে কয়েকটি ভোট পর্ব। আর সেই ভোটগ্রহণ পর্ব থেকেই উঠে এসেছে একেরপর এক অভিযোগ। কোথাও বুথে এজেন্ট বসতে না দেওয়া, তো কোথাও ছাপ্পা পড়ার অভিযোগ। সবমিলিয়ে বিগত কয়েকটি দফার নির্বাচন হয়ে উঠেছিল সরগরম।
এবার সেই ভোটগ্রহণ পর্ব থেকেই উঠে এলো আরও একটি চাঞ্চল্যকর খবর। জানা গিয়েছে, একটি বুথে মোট ভোটার সংখ্যা ৯০। কিন্তু সেই বুথে ভোট পড়ল মোট ১৭১টি। যা নিয়ে রাজনৈতিক মহলে পড়ে গিয়েছে শোরগোল। এই কাণ্ড ঘটল বিজেপি (BJP) শাসিত অসম (Assam) রাজ্যের ডিমা হাসাও (Dima Hasao) জেলায়। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, ওই বুথে ব্যাপক গড়মিল হয়েছে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল ভোট গ্রহণ হয় অসমের হাফলং (Haflong) কেন্দ্রে। সেই কেন্দ্রে মোট ভোটার ৭৪ শতাংশ। এবং ওই কেন্দ্রের অন্তর্গত খটলির এলপি স্কুলে ভোটার তালিকায় নাম রয়েছে ৯০ জনের। তবে ভোট পড়ল ১৭১টি। জানা গিয়েছে, গ্রামের প্রধানের দাবিতেই এটা হয়েছে। তিনি ভোটার তালিকা মানতে অস্বীকার করেন এবং প্রথক একটি ভোটার তালিকা এনে, সেই অনুযায়ী ভোট গ্রহণ হয়।
তবে বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠছে সেখানেই। পোলিং অফিসাররাই বা কেন তাঁর কথা শুনলেন? এমনকি বুথের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই ওই বুথের পাঁচ পোলিং অফিসারকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। এমনকি ওই বুথে ফের ভোটগ্রহণ হবে কিনা, তা নিয়ে সঠিক তথ্য না জানা গেলেও , সূত্র মারফত জানা যাচ্ছে, পুননির্বাচন হওয়ার সম্ভবনা প্রবল।