প্রথম ব্যক্তি হিসেবে ফাইজারের করোনা ভ্যাকসিন নিলেন ব্রিটেনের ৯০ বছরের বৃদ্ধা

বাংলা হান্ট ডেস্ক: গত সপ্তাহেই ফাইজারের করোনা ভ্যাকসিনকে অনুমোদন দিয়ে দিয়েছিল ব্রিটিশ সরকার। আর সেই মতো আজ থেকে সেখানে সাধারণকে করোনার টিকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল। আর পৃথিবীর প্রথম মানুষ হিসেবে ফাইজারের করোনা ভ্যাকসিনের প্রথম টিকাটি নিলেন ৯০ বছরের মার্গারেট কিনান ।

আগামী সপ্তাহেই ৯১ বছরে পা দেবেন মার্গারেট। তিনি উত্তর আয়ারল্যান্ডের এনিস্কিলেনের বাসিন্দা হলেও বর্তমানে কোভেন্ট্রিতে থাকেন। ভ্যাকসিন নেওয়ার পর মার্গারেট বলেন, ‘প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নিয়ে আমি খুব খুশি। এটা আমার কাছে জন্মদিনের আগাম উপহার। গোটা বছরটা প্রায় একা একাই কাটিয়েছি। আশা করি নতুন বছরটা পরিবারের সকলের সঙ্গেই কাটাতে পারব।’

মার্গারেটকে প্রথম টিকাটি দেন স্থানীয় হাসপাতালের নার্স মে পার্সনস। এই জন্য মে এবং দেশের সকল স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদও জানিয়েছেন মার্গারেট। প্রসঙ্গত, গত সপ্তাহের বুধবার বায়োএনটেক ও ফাইজারের যৌথ প্রচেষ্টায় নির্মিত ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্রিটিশ সরকার জানায়, ‘মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির সুপারিশ মেনে আমরা ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দিচ্ছি।’

এদিকে, ফাইজারের ভারতীয় ইউনিট তাদের ব্রিটেনের শাখা দ্বারা তৈরি করোনা ভ্যাকসিনের জরুরী অবস্থায় ভারতে ব্যবহার করার জন্য ভারতীয় কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ান মেডিসিনের কাছে আবেদন জানিয়েছে। উল্লেখ্য, ব্রিটেনে করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক নয়।


সম্পর্কিত খবর