বাংলাহান্ট ডেস্ক: নামিরা সেলিম পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারী। নামিরা ২০০৭ সালে উত্তর মেরু পাড়ি দিয়েছিলেন। ২০০৮ সালে গিয়েছিলেন দক্ষিণ মেরু অভিযানে। এবং তিনি প্রথম মহিলা যিনি ২০০৮ সালে মাউন্ট এভারেস্টে স্কাই ডাইভিং করেছিলেন। তার সবথেকে বড় কৃতিত্ব স্যার রিচার্ড ব্র্যানসনস ভার্জিন গ্যালাকটিক স্পেস লাইন থেকে নামিরা মহাকাশে পাড়ি দিয়েছিলেন। পাকিস্তান বংশোদ্ভূত নামিরা অবশ্য বর্তমানে মোনাকোতে থাকেন।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নামিরা বলেন, ‘আমি ভারত ও ইসরোকে শুভেচ্ছা জানাতে চাই। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের যে চেষ্টা ভারত করেছিল, সেটা ঐতিহাসিক পদক্ষেপ। চন্দ্রযান ২ অভিযান মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটা বিশাল পদক্ষেপ। এতে শুধু ভারত নয়, শুধু দক্ষিণ-পশ্চিম এশিয়া নয়, গোটা বিশ্বের লাভ হবে।’
নামিরা আরও বলেন, ‘ আমার মনে হয়, মহাকাশে কোন উন্নতি হলে সেটা কোন দেশ বা অঞ্চলের ওপর নির্ভর করে না। সেটা গোটা পৃথিবীর উন্নতি করে। কারণ, পৃথিবীর ওপর আমরা বিভিন্ন দেশে বিভক্ত হলেও মহাকাশটা কিন্তু আমাদের সবার এক।’