বুমরাহের ভয়ে রীতিমতো কাতর দক্ষিণ আফ্রিকা। তাই এবার ভারতীয় ব্যাটিং কোচ নিয়োগ করল দক্ষিণ আফ্রিকা।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুর্দান্ত শুরু করেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। তারা ক্যারিবিয়ান সফরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় দল। এই মুহূর্তে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 120 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। আর ওয়েস্ট ইন্ডিজ থেকে এমন দুর্দান্ত পারফরম্যান্স করে ফিরেই এবার ভারতীয় দলের সামনে অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকা।

এই বিশ্বকাপটা একেবারেই ভালো যায়নি দক্ষিণ আফ্রিকার। ফ্যাফ দু’ প্লেসির নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দল এবারের বিশ্বকাপের নকআউট পর্বেও পৌঁছাতে ব্যর্থ হয়েছে। আর তাই এবার ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া এই দক্ষিণ আফ্রিকা দল। কিন্তু ভারতে এসে বারে বারে দেখা গিয়েছে বিশ্বের অন্যতম বড় বড় দলগুলি ভারতীয় স্পিনার কাছে নাজেহাল হয়ে গেছে। অর্থাৎ ভারতীয় স্পিন অ্যাটাক সামলাতে গিয়ে তাদের উইকেট পড়েছে তাসের ঘরের মত।

South Africa cricket team Reuters 380 opt

আর তাই এবার ভারতে স্পিন সহ ভারতের অন্যতম সেরা পেসার বুমরাহকে কেমন করে খেলা যায় সেই পরিকল্পনা করতে এবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল নিয়োগ করল ভারতীয় কোচ। দীর্ঘদিন ধরে ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলা অমল মজুমদারকে দক্ষিণ আফ্রিকা তাদের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করলো আসন্ন ভারত সিরিজের জন্য। দীর্ঘদিন ধরে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে খেলার সুবাদে এই অমর মজুমদার ভারতের প্রত্যেকটি পিচ একেবারে হাতের তালুর মতো চেনে।

এই অমল মজুমদার দীর্ঘ কুড়ি বছর ধরে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে খেলেছেন, করেছেন 11 হাজারের বেশি রান সেই সাথে তার ব্যাট থেকে এসেছে ত্রিশটি শতরান।

Udayan Biswas

সম্পর্কিত খবর