নরেন্দ্র মোদির বায়োপিক বানাতে চলেছেন পরিচালক রবি কিষান

এবার রুপোলি পর্দায় স্থান পেতে চলেছে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মোদীর দ্বিতীয় জমানাতেই তাঁকে নিয়ে সিনেমা বানাতে চলেছেন অভিনেতা তথা রাজনীতিবিদ রবি কিশন৷ ভারতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রীর ভূমিকাকে প্রশংসা করে সোমবার ভোজপুরী তে নরেন্দ্র মোদির বায়োপিক তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন রবি কিশন৷ প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপে অত্যন্ত খুশি রবি কিষান তাঁর প্রতি অনুপ্রাণিত হয়েই সিনেমা বানানোর পরিকল্পনা করেছেন৷ তাই তো নিজের আঞ্চলিক ভাষাতেই মোদীকে নিয়ে সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷

একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমেই তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব কাজের ধরন এবং গোটা দেশকে তিনি যেভাবে পরিচালনা করেছেন সেটি তাঁকে অনুপ্রাণিত করেছে, প্রধানমন্ত্রীর মতো নেতারা প্রতিদিন জন্মগ্রহণ করে না তাই সিনেমার মধ্য দিয়েই তাঁকে সকলের কাছে সারা জীবন মনে রাখার সিদ্ধান্ত এই সিনেমা তৈরি৷

এর আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বায়োপিক তৈরি হয়েছিল, মনমোহন সিংহের কার্যকাল শেষ হওয়ার পরেই তাঁকে নিয়ে তৈরি হয়েছিল সিনেমা, যেখানে প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন অনুপম খের৷ যদিও সিনেমায় প্রধানমন্ত্রীর ভূমিকায় কে অভিনয় করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি রবি কিষান৷


সম্পর্কিত খবর