বর্তমান আধুনিক ক্রিকেটে প্রত্যেক ম্যাচে দেখা যায় প্রচুর রান হতে আর এই মুহূর্তে যখন এত রান হচ্ছে প্রতিটি ম্যাচে। যেখানে দাঁড়িয়ে মাত্র 124 রান যে কোনদিনই নিরাপদ নয় সেটা সকলেই জানেন। যদি কোন দল 124 রানের লক্ষ্যমাত্রা রাখেন তাহলে অপর দল সেই রান হাসতে হাসতে করে ফেলে। কিন্তু অনুর্ধ 19 এশিয়া কাপ ভারত বনাম আফগানিস্তান ম্যাচে দেখা গেল অন্য চিত্র আফগানিস্তান দল ভারতীয় দলের কাছে মাত্র 24 রানের লক্ষ্যমাত্রা রেখেছিল, কিন্তু সেই রান করতে করতে কার্যত আফগানিস্তানের চাইনা ম্যান বোলার নূর আহমেদ নাজেহাল করে দিয়েছিল ভারতীয় ব্যাটিং লাইন আপকে।
এই ম্যাচে আফগানিস্তান 40.1 ওভার খেলে মাত্র 124 রান করে এবং তার জবাবে ব্যাট করতে নেমে প্রথমে ইনিংসের শুরুতে দুর্দান্ত ব্যাটিং করে ভারতীয় ব্যাটসম্যানরা। কিন্তু এক সময় হঠাৎই জ্বলে ওঠেন আফগানিস্তানে নুর আহমেদ। একটা সময় ভারত 106 রানে 7 উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকেও ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। আর এই জয়ের ফলে গ্রুপে পরপর তিনটি ম্যাচ জিতে ভারতীয় দল চলে গেল সেমিফাইনালে।
প্রথম ম্যাচে কুয়েত, দ্বিতীয় ম্যাচ পাকিস্তান এবং শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে পরপর তিনটি ম্যাচ জিতে গ্রুপ ‘এ’ থেকে 6 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গেল ভারতীয় দল। আর ভারতীয় দলের সেমিফাইনালে যাওয়ার সাথে সাথে সেমিফাইনালে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল পাকিস্তানের। সেই সাথে এই গ্রুপ থেকে সেমিতে চলে গেল আফগানিস্তান।
গ্রুপে ‘এ’ থেকে ভারত এবং আফগানিস্তান সেমিফাইনালে উঠেছে অর্থাৎ এরপর সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার সাথে অপর দিকে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। আর এই দুটি ম্যাচ থেকে যে দল গুলি জয়ী হবে তারা সরাসরি মুখোমুখি হবে ফাইনালে। আর তার পরেই এশিয়া পেয়ে যাবে তাদের নতুন চ্যাম্পিয়ন অর্থাৎ নতুন এশিয়া চ্যাম্পিয়ন দল।