শোভন চট্টোপাধ্যায়কে দলে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেন তৃণমূলের শীর্ষ নেতা

বিজেপিতে তিনি নবাগত, এখনও মাস ঘোরেনি মমতার একদা কানন যোগ দিয়েছে গেরুয়া বাহিনীতে৷ কিন্তু বিজেপিতে যে কদর পাবে বলে আশা করেছিলেন শোভন ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় সেই আশায় কার্যত জল ঢেলেছে গেরুয়া বাহিনী৷ প্রথমেই বৈঠকে বৈশাখী কে না ডাকা নিয়ে হোঁচট খাওয়ার শুরু হয়, এরপর একের পর এক শোভন ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে বিজেপির অন্দরে আবার প্রকাশ্যে কটাক্ষ চলে৷ যা মোটেও মেনে নিতে পারেননি দুই বন্ধু, তাই তো তাঁদের দল ছাড়ার খবর শুনতে পেয়েই শোভন চট্টোপাধ্যায়কে দলে টানতে নাটক শুরু করল তৃণমূল৷ শোভন চট্টোপাধ্যায়কে শনিবার ফোন করলেন এক তৃণমূল শীর্ষ স্থানীয় নেতা৷ দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়ে আবারও আগের মতো তত্পরতার সঙ্গে শোভনকে কাজ করারও প্রস্তাব দিলেন সেই নেতা৷

শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বৈবাহিক সম্পর্কের অবনতি প্রকাশ্যে আসতেই আসতে আসতে তৃণমূল থেকে দূরে চলে যেতে শুরু করেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই যত সমস্যার সূত্রপাত৷ এর পর রাজনীতিতে থাকলেও এক বছর ধরে সে ভাবে দলের হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যায়নি তাঁকে তখনই তাঁর তৃণমূল ছাড়ার জোর জল্পনা উঠেছিল৷ চলতি বছরের আগস্ট মাসে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন শোভন নিজেই৷sovan chatterjee

কিন্তু বিজেপিতে যোগদানের দিনই যত সমস্যার সূত্রপাত হয়৷ দেবশ্রী রায় দলে থাকলেই তিনি একসঙ্গে কাজ করতে পারবেন না এই বলে জানিয়েছিলেন শোভন তাই সদর দফতরে গিয়েও দেবশ্রীকে বিজেপিতে যোগদান না করেই ফিরে আসতে হয়৷ কিন্তু এ ভাবে দেবশ্রীকে নিয়ে বার বার শোভনের বাধ্যবাধকতা মেনে নিতে নারাজ তাই বিজেপির তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয় কাকে দলে নেওয়া হবে বা হবে না পুরোটাই দলের ব্যক্তিগত ব্যাপার, এ ক্ষেত্রে কোনও ব্যক্তিগত সিদ্ধান্তকে গ্রাহ্য করা হবে না আর তার পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছেন শোভন৷

বিশেষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যখন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বাড়ির বউ আবার জয় বন্দ্যোপাধ্যায় যখন মাথায় সিঁদুর নিয়ে অন্যের স্বামী নিয়ে ঘোরা বাংলার মানুষ পছন্দ করেন না মন্তব্য করেছিলেন তখনই বৈশাখী ও শোভন দল থেকে দূরত্ব আরও বাড়িয়েছিল৷ আপাতত কোনও বিজেপির কর্মসূচিতেও দেখা যাচ্ছে না৷ ঠিক এই সময়ই দলে শোভনকে টানতে মরিয়া তৃণমূল৷ শুধু টানতেই মরিয়া নয় পুরনো পদে ফিরে কাজ করার প্রস্তাব দেওয়া হলেও যদিও ও প্রাক্তন মেয়রের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া শোনা যায়নি৷


সম্পর্কিত খবর