পাকিস্তানের উচিত POK কে ভারতে দিয়ে দেওয়া : ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান

বাংলা হান্ট নিউজ ডেস্ক : বার বার আন্তর্জাতিক মহলে ধাক্কা খাচ্ছে পাকিস্তান। কাশ্মীর ইস্যু নিয়ে যতটা পারা যায় ততটা জোর দিয়ে সকলকে ভারতের দোষ দেখানোর চেষ্টা করলেও তা যেন কেউই কানে নিচ্ছে না, বিশ্বাসও করছে না। অনৈতিক ভাবে কাশ্মীরকে দখল করে রেখেছিল পাকিস্তান। কিন্তু এবার যেই ভারতের অন্তর্ভুক্তি স্পষ্ট্য হয়েছে তাই ছিনিয়ে নিতে মরিয়া। কাশ্মীরের কাছে ভালো সাজার চেষ্টাও করছে পাকিস্তান যদিও তা কিছুতেই সম্ভব হচ্ছে না। বরং বিশ্বের সমস্ত শক্তিধর দেশগুলির কাছ থেকে সংযত হওয়ার পরামর্শ পাচ্ছে পাকিস্তান। তাই এবার কাশ্মীরের তরজায় নতুন সংযোজন হয়েছে পিওকে। তাই এবার পিওকে ইস্যু নিয়ে রাষ্ট্রসংঘে যাওয়ার বিষয়ে পাকিস্তানকে কটাক্ষ করল ব্রিটেন। ব্রিটেন সাংসদ বব ব্ল্যাকম্যান কাশ্মীর অস্যুতে পাকিস্তানের সিদ্ধান্তে সাথ দিল না।p05l3cmy

 

রবিবার, বব পাকিস্তানকে স্পষ্ট্যই জানিয়েছে পাকিস্তান ভারতেরই অংশ তাই যেন পাকিস্তানকে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি, তিনি জানিয়েছেন, ‘সমগ্র জম্মু ও কাশ্মীর ভারতের অংশ। যারা এবিষয়ে রাষ্ট্রসংঘের উপদেশ কার্যকর করতে চাইছেন তাদের এখনই পাক মিলিটারি বাহিনীকে কাশ্মীর থেকে বের করে দেওয়া উচিত। যাতে এই রাজ্যকে এক করা যায়।’

এমনিতেই কাশ্মীর ইস্যুকে ঘিরে 370 ধারা মুছে ফেলার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। কিন্তু এরপর বব ব্ল্যাকম্যানের এই মন্তব্য কার্যত আগুনে ঘি ঢালার পরিস্থিতি তৈরি করেছে। অন্যদিকে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ইমরান খান অনেকদূর অবধি যেতে রাজী আছেন বলে জানিয়েছেন। এমনকি কয়েকদিন পরে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনেও বিষয়টি নিয়ে আলোকপাত করবেন তিনি, জানিয়েছেন ইমরান।

সম্পর্কিত খবর