স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য কেন্দ্রের কাছ থেকে প্রশংসিত হল রাজ্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক :রাজ্যের সমস্ত মানুষদের সুচিকিত্সার জন্য রাজ্য সরকারের একটি বিশেষ প্রকল্প হল স্বাস্থ্যসাথী। এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত একটি স্বপ্নের প্রকল্প। এবার কেন্দ্রের কাছ থেকে প্রশংসিত হল রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্প। এতদিন অবধি কেন্দ্র সংঙ্গে রাজ্যের সংঘাত সকলেরই অবগত ছিল। বার বার কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় এবং কেন্দ্র রাজ্য। তবে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে আয়ুষ্মান ভারত প্রকল্পের চিফ একজিকিউটিভ অফিসার স্বাস্থ্যসাথী প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন পশ্চিমবঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে ভালো কাজ হচ্ছে এবং  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে তৈরি স্বাস্থ্যসাথী প্রকল্প এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

668555 indu bhushan

শুক্র ও শনিবার দুদিন ব্যপী হায়দরাবাদের অ্যাপোলোতে আন্তর্জাতিক রোগী সুরক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। আস সেখানেই মমতার সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রশংসা করে রাজ্যের সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হলে আরও বেশি ভালো হবে বলে জানান। তবে পশ্চিমবঙ্গই নয় আর অন্যান্য রাজ্যকেও এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি স্বাস্থ্য খাতে উন্নতির জন্য পশ্চিমবঙ্গকে 400 কোটি টাকা তুলে দেওয়া হবে বলেও জানান ইন্দু ভূষণ।

এরপর আয়ুষ্মান প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে ইন্জু ভূষণ জানিয়েছেন, দেশের কোটি কোটি মানুষের কাছেযেমন চিকিত্সা পৌঁছে দেওয়া হবে ঠিক তেমনই এই প্রকল্পের আওতায় নতুন কয়েকটি বিষয় সংযোজন হবে। যার মধ্যে অন্যতম আয়ুষ হাসপাতাল। যেখানে ন্যাশনাল অ্যাক্রিডিয়েশন বোর্ড ফর হাসপাতাল অ্যান্ড হেল্‌থ কেয়ার প্রোভাইডার্স (‌নভ)‌ স্বীকৃত হাসপাতালগুলিকে ১৫ শতাংশ ভাতা দেওয়া হয়। দেশের গ্রামাঞ্চলের হাসপাতালগুলিকে আরও ১০ শতাংশ বেশি দেওয়া হবে। একইসঙ্গে হাসপাতাল গুলির পরিষেবা আরও উন্নত করা হবে।

সম্পর্কিত খবর