চায়না ওপেনের আগেই হটাৎ করে দেশে ফিরে গেলেন সিন্ধুর বিদেশি কোচ কিম জি হুন। কিন্তু কেন?

কিছুদিন আগে বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনা জিতেছেন ভারতীয় শার্টলার পিভি সিন্ধু। এবং সোনা জেতার পর তিনি জানিয়েছেন যে তার এই সুন্দর পারফরম্যান্সের পেছনে রয়েছে কোচ কিম জি হুনের বড় অবদান। কিন্তু চায়না ওপেনে পি ভি সিন্ধু পাশে পাচ্ছেন না কোচ কিম জি হুনকে। কারণ কিম জি হুন ফিরে যাচ্ছেন তার দেশে। কিন্তু কেন হঠাৎ কিম জি হুম তার দেশে চলে যাচ্ছেন এই ব্যাপারে ভারতের জাতীয় কোচ পুল্লেলা গোপীচাঁদ জানিয়েছেন যে এই মুহূর্তে খুবই অসুস্থ হয়ে পড়েছেন কিমের স্বামী। আর তাই স্বামীর চিকিৎসার জন্য তাকে যেতে হয়েছে নিউজিল্যান্ডে।

উল্লেখ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর এই কোরিয়ান কোচ কিমকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। তবে চায়না ওপেনের ঠিক আগেই এই ভাবে কিমের চলে যাওয়া কি সিন্ধুর পারফরমেন্সে কোনরূপ প্রভাব ফেলবে এই ব্যাপারে সিন্ধু জানিয়েছেন যে আমি এইসব নিয়ে কিছু ভাবছি না শুধু নিজের খেলায় ফোকাস করতে চাই। তাছাড়া গোপিচাঁদ স্যারতো রয়েছেন তিনি আমাকে সমস্ত ব্যাপারে এতদিন সাহায্য করে এসেছেন এবং চায়না ওপেনেও তিনি আমাকে সাহায্য করবেন। তাই কিমের অনুপস্থিতিতে আমি কোনো সমস্যায় পড়ার কথা ভাবছি না।

IMG 20190916 114024

এছাড়াও গোপিচাঁদ জানান যে যখন বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলছিল তার মাঝামাঝি সময়ে কোচ কিম জানতে পারেন যে তার স্বামী বেশ অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু সেই সময় তিনি সিন্ধুকে মাঝপথে ছেড়ে যেতে চাননি। আর তাই এখন অর্থাৎ সিন্ধু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি চলে গেলেন নিজের স্বামীর চিকিৎসা করাতে। এছাড়াও গোপিচাদ বলেন যে কিম অত্যন্ত কৌশলী একজন কোচ। উনার দক্ষতা ব্যাপকভাবে কাজে এসেছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে। তাই খুব তাড়াতাড়ি কিমকে আবার নিজেদের একাডেমিতে ফিরে পেতে চান গোপিচাঁদ। উল্লেখ্য দুই সপ্তাহের জন্য নিউজিল্যান্ড পাড়ি দিয়েছেন কিম জি হুন।

এছাড়াও এইদিন সিন্ধুর ভারতীয় কোচ গোপিচাঁদ বলেন যে কিম জি হুন খুবই ভালো মনের একজন মানুষ। এই কদিনে কিমের সাথে তার খুব সুন্দর বোঝাপড়া তৈরি হয়েছে, আর তারই ফল পাওয়া গেল বিশ্ব চ্যাম্পিয়নশিপে সিন্ধুর সোনা জয়। তবে গোপিচাদ বলেন যে কিম জি হুন এখন আমাদের সাথে না থাকলেও চাইনিজ ওপেনে আমি সিন্ধুর সাথে থাকবো।

Udayan Biswas

সম্পর্কিত খবর