বাংলা হান্ট ডেস্ক : কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, ভারতের এই দাবির মতো কাশ্মীর পাকিস্তানের অঙ্গ এমন দাবি পাকিস্তানেরও। আর এই কাশ্মীর নিয়েইই যত সমস্যা। কাশ্মীর ইস্যু নিয়ে দেড় মাস ধরে ক্রমশই উত্তপ্ত হচ্ছে ভারত ও পাকিস্তান সম্পর্ক। কাশ্মীরকে ভারতভুক্তিকরনের সিদ্ধান্ত উঠতে না উঠতেই এবার কাশ্মীরকে নিজেদের দিকে টানতে পাকিস্তান বিভিন্ন দিক থেকে ভারতকে পরাস্ত করতে মরিয়া হয়ে উঠেছে। তবে কাশ্মীর ভারতেরই অংশ এবং ভারত একদিন কাশ্মীরকে দখল করবেই, মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পাকিস্তানের উদ্দেশ্যে ফেরও হুঙ্কার দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
কাশ্মীর থেকে বিশেষ ধারা প্রত্যাহার করে নেওয়ার পরে পাক অধিকৃত কাশ্মীর দখল নিয়ে একাধিকবার হুঙ্কার দিচ্ছে বিজেপি।তবে জয়শঙ্কর ছাড়াও ভারতীয় সেনাপ্রধানও পাকিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। এমনকি পাকিস্তানের সঙ্গে মোকাবিলা করার জন্য ভারতীয় সেনারা সদাপ্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। এদিন জয়শঙ্কর বলেন, ‘পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। আজ হোক বা কাল, ভারত তার দখল নেবেই।’
EAM S. Jaishankar: PoK (Pakistan Occupied Kashmir) is a part of India and we expect one day we will have physical jurisdiction over it. pic.twitter.com/9XUVAbnVor
— ANI (@ANI) September 17, 2019
অন্যদিকে কূটনৈতিক মহলের মতে, উপত্যকাকে নিজেদের দখলে রাখতেই নাকি ভারত পাকিস্তানকে চাপে রাখতে চাইছে। অন্যদিকে কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তানে। কাশ্মীরবাসীদের ওপর অত্যাচার করা হচ্ছে, ভারত কাশ্মীরকে চাপে রাখতে চাইছে এমনই ভুয়ো খবর ছড়াচ্ছে পাকিস্তান। তবে এদিন কাশ্মীরকে দখলে আনার পাশাপাশি সেদেশে শিখ নাবালিকা অপহরন নিয়ে প্রশ্ন তোলেন এবং তোপ দাগেন জয়শঙ্কর। তবে এসবের বিরুদ্ধে জবাব দেবে দিল্লী এমনটাই জানিয়েছে পাকিস্তান।
উল্লেখ্য, পাকিস্তান কাশ্মীরকে নিজেদের দখলে আনতে জম্মু কাশ্মীরের দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার আগে থেকেই ভারতে চাপে ফেলতে চাইছে। যদিও নিজেদের অবস্থান থেকে নড়তে নারাজ ভারত।