বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর থেকে দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। সেই ছন্দে থেকেই চাইনিজ ওপেন শুরু করেন সিন্ধু। চাইনিজ ওপেনের শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত প্রি কোয়ার্টার ফাইনালে তাইল্যান্ডের চোচুয়িং এর কাছে হেরে এবারের মত চাইনা ওপেন অভিযান শেষ সিন্ধুর। এই ম্যাচে হারলেও দারুন ফাইট করেন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু, ম্যাচের ফলাফল 21-12,13-21,19-21।
সিন্ধু দাপটের সাথে শুরু করেন প্রথম গেম। 3-0 তে এগিয়ে যান সিন্ধু। প্রথম গেমে এইটা সময় 7-1 এ এগিয়ে যান পিভি সিন্ধু। এরপরে মরিয়া লড়াই শুরু করেন তাইল্যান্ডের তারকা। ব্রেকের ঠিক আগে 10-11 ছিল খেলার ফলাফল।
এরপর ভারতীয় তারকা পিভি সিন্ধু জিতে নেন পরপর আটটি পয়েন্ট। এরফলে প্রথম গেমে সহজ জয় পেয়ে যায় সিন্ধু। দ্বিতীয় গেমে অত্যন্ত আক্রমনাত্মক ভাবে শুরু করেন তাইল্যান্ডের চোচুয়িং। শুরুতেই তাইল্যান্ডের শাটলার এগিয়ে যান 5-1 ব্যবধানে। লড়াই করে ফের ম্যাচে কামব্যাক করার চেস্টা করেন সিন্ধু।
কিন্তু তাইল্যান্ডের চোচুয়িং পুরো ম্যাচে অত্যন্ত দাপট দেখিয়ে দারুন পারফরম্যান্স করে যায়, যার ফলে সিন্ধু ম্যাচ থেকে ক্রমশ হারিয়ে যেতে থাকে। তাইল্যান্ডের তারকা শাটলার চোচুয়িং দাপটের সাথে খেলে জিতে নেন তৃতীয় গেমটিও। আগেই চিন ওপেন থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল আর এবার ভারতের অপর এক শাটলার পিভি সিন্ধু হেরে বিদায় নেওয়ার সাথে সাথে চাইনা ওপেনে ভারতের চ্যালেঞ্জ শেষ হয়ে গেল। উল্লেখ্য প্রথম ম্যাচে অলিম্পিক্স জয়ী লি জুয়েরুইকে মাত্র 34 মিনিটেই পরাজিত করেন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু।