বাংলা হান্ট ডেস্ক : আইএনএক্স মিডিয়া প্রতারণা মামলায় অবশেষে জেল বাস হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর৷ প্রথমেই পি চিদাম্বরমের আইনজীবীর তরফে কারাগারে তাঁর মক্কেলকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার দাবি তোলা হয়েছিল৷ কিন্তু এ বার ছেলে থেকে চেয়ার ও বালিশ সরিয়ে নেওয়ার ফলেই তাঁর পিঠ ব্যথা হয়েছে এমনটাই অভিযোগ তুললেন পি চিদম্বরম৷ সিবিআইয়ের বিশেষ আদালতে এমনটাই অভিযোগ করেছেন তিনি পাশাপাশি তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লির এইমসে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন তাঁর আইনজীবী কপিল সিব্বল৷
বৃহস্পতিবার আদালতে পি চিদম্বরম জানিয়েছেন, তিহাড় জেলেই তাঁর ঘরের বাইরে একটি চেয়ার রাখা ছিল যেখানে তিনি বসে একটু সময় কাটাতেন কিন্তু তিনি বসতেন বলে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে এমনকি একটি বালিশ ও তাঁকে দেওয়া হয়নি তাই তাঁর পিঠে ব্যথা হয়েছে৷ যদিও বিষয়টিকে বড় কোনো ইস্যু বলে দেখতে নারাজ সরকার পক্ষের আইনজীবী তুষার মেহতা৷ তিনি জানিয়েছেন সেই ঘরে নাকি আগে কখনও চেয়ার ছিল না৷ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে আইএনএক্স মিডিয়া প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত করার পর 5 সেপ্টেম্বর তারিখে তাঁকে 15 দিনের সিবিআই হেফাজত দেওয়া হয়৷ আপাতত সেই পরের দিন সম্পূর্ণ হয়েছে, তবে আবারও আদালতের তরফ থেকেই 3 অক্টোবর অবধি বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে৷
2007 সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন কোটি কোটি টাকা আর্থিক তহবিল পাওয়ার জন্য আইএনএক্স মিডিয়াকে ফরেন ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট এর সুযোগ পাইয়ে দিয়েছিলেন পি চিদম্বরম৷ আর এর বিনিময়ে পি চিদম্বরমের ছেলের সংস্থাকে আইএনএক্স মিডিয়া মোটা অঙ্কের টাকার ঘুষ দিয়েছিল বলে খবর৷