বাংলা হান্ট ডেস্ক : দেশের আবারও এক রাজ্যে গেরুয়া বাহিনী আধিপত্য বিস্তার করতে চলেছে। তাই এবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বাঁধতে চলেছে শিবসেনা। শুক্রবার এই ঘোষনা করেছে শিবসেনা প্রধান। জানা গিয়েছে 22 সেপ্টেম্বর তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী সেরাজ্যে সভা করতে আসছেন। সেদিনই জোটের সম্ভাব্য ঘোষনা হতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত।মহারাষ্ট্রে বিজেপি শিবসেনার সঙ্গে জোট বাঁধলে আদতে লাভ দুপক্ষেরই। কারণ লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে আসনসংখ্যা 48। 2014 সালের লোকসভা নির্বাচনে 48টির মধ্যে 41 টিতে জয় পেয়েছিল গেরুয়াবাহিনী। শিবসেনা পেয়েছিল 20.82 শতাংশ ভোট আর বিজেপি পেয়েছিল 27 শতাংশ। তাই বিধানসভা নির্বাচনে আলাদা হয়ে লড়লে আখেড়ে ক্ষতি দুজনেরই। তাই জোট বাঁধার সিদ্ধান্ত। যদিও লোকসভা নির্বাচনের সময় থেকেই এই জোটের কথা ভাবা হয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে বিরোধী কোনো দলকে পাত্তা পেতে দিতে চায় না কেউই। তাই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে 288 আসনের মধ্যে বিজেপি 160 টি দখলে রাখতে চাইছে আর শিবসেনাদের দিতে চাইছে 110টি আসন।যদিও শিবসেনা কিন্তু 126 টি আআসনই চাইছে। তবে এমনিতেই 122টি বিজেপির দখলে রয়েছে আর 63টি শিবসেনার দখলে রয়েছে।
অন্যদিকে শিবসেনা ও বিজেপির জোট নিয়ে মহারাষ্ট্রে আলচনা তুঙ্গে। কিন্তু শিবসেনা সম্পাদক অনীল দেশাই জানিয়েছেন সেই জল্পনার অবসান হবে কিছুদিনের মধ্যেই। বিজেপির সঙ্গে তাঁদের সমঝোতার বিষয়টি স্পষ্ট্য হবে বিধানসভা নির্বাচনের সময়, এমনটাই জানিয়েছেন শিবসেনা সম্পাদক। বিজেপির সঙ্গে জোটের বিষয়ে সেনাদের সঙ্গে প্রথম বৈঠক হয়েছিল বেশ কিছুদিন আগে। তখন সেই বৈঠকে শিবসেনার এক বড় নেতা বিজেপির 162টি আসনে লড়াই করতে চাইলে করার কথা বলেন। কিন্তু সেনা 126 টিতে করতে চায়। এর একটা সহজ হিসেবও দেখিয়েছিলেন। আর তা হল, 1+6+2= 9, 1+2+6= 9। তাহলে দেখা যাচ্ছে দুজনের ফর্মূলা একই। আর এই জোট রসায়নেই রাজী শিবসেনা।
তবে 9 কে কেন শিবসেনা রাখতে চাইছে, এই প্রশ্নের জবাবে শিবসেনা সদস্যরা জানিয়েছেন 9 তাঁদের কাছে লাখি সংখ্যা। অন্যদিকে শিবসেনা চাইছে বিজেপি 162 টি আসনে লড়াই করে ছোট কয়েকটি শরীক দলকে আসন দিয়ে দিক। কিন্তু তা কি আদৌ হবে, সেই সিদ্ধান্ত জানা যাবে অমিত শাহের বৈঠকে।