ভারতের প্রাপ্তন বাঁহাতি ওপেনার গৌতম গম্ভীরকে দেখা যায় প্রায় দিনই তিনি রয়েছেন খবরের শিরনামে। কিছুদিন আগেই কাশ্মীর ইস্যু নিয়ে আফ্রিদির করা কটাক্ষের তীব্র জবাব দিয়েছিলেন তিনি। আফ্রিদিকে বাচ্চার ছেলের সাথে তুলনা করে গম্ভীর বলেছিলেন আফ্রিদির জন্য অনলাইন কিল্ডার গার্ডেন খুলে দেব। আর এবার প্রাপ্তন এই ভারতীয় ব্যাটসম্যান বর্তমান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে কটাক্ষ করলেন। এইদিন গম্ভীর কোহলির ক্যাপ্টেনসি নিয়ে বলেন ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার মত অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন বলেন বিরাট ক্যাপ্টেন হিসাবে সাফল্য পাচ্ছেন।
একটি বিশ্ব বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগদান করে গম্ভীর বলেন আন্তর্জাতিক স্তরে দীর্ঘদিন ধরে বিরাট পাশে পেয়েছে ধোনির মত একজন অভিজ্ঞ খেলোয়াড়কে এছাড়াও বিরাটের পাশে রয়েছে রোহিত শর্মা। আর তাই বিরাটের এই সাফল্য। সেই সাথে গম্ভীর বলেন বিশ্বকাপেও বিরাট সুন্দর অধিনায়কত্ব করেছেন, কিন্তু এখন ওর অনেকটা পথ চলা বাকি রয়েছে। এই ভাবেই বিরাটের প্রশংসা করার মধ্যে দিয়েই তাকে খোঁচা দিলেন গম্ভীর। এছাড়াও গম্ভীর বলেন একজন অধিনায়কের আসল পরীক্ষা আইপিএল এর মত টুর্নামেন্টে কারণ সেই সময় পাশে তেমন কোনো বড় খেলোয়াড় থাকে না ফলে যা করার নিজেকেই করতে হয়। আর বিরাট সেখানে বাকিদের থেকে কিছুটা হলেও পিছিয়ে বলে মনে করেন গৌতম গম্ভীর।
সেই সাথে এইদিন আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি এবং মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার সাফল্যের কথা তুলে ধরেন গৌতম গম্ভীর। আইপিএলে অন্যান্য অধিনায়কদের তুলনায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক হিসেবে যে বিরাট একটু ব্যর্থ সেটাও এইদিন বলেন গম্ভীর।
এর পাশাপাশি এইদিন নিজের ক্রিকেট জীবনের সুন্দর মুহূর্তের কথায় তুলে ধরেন প্রাপ্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। গম্ভীর বলেন 2007 বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা না হওয়ায় সেই সময় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাসে 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েই ভারতকে বিশ্বজয়ী করে টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান স্কোরার হয় আমি। একই ভাবে 2011 বিশ্বকাপের ফাইনালে যখন শচীন টেন্ডুলকার এবং বীরেন্দ্র সেওয়াগকে হারিয়ে ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের আসা প্রায় শেষ হয়ে যাচ্ছিল সেই সময় ভারতের হাল ধরেন গম্ভীর এবং ভারতকে বিশ্বজয়ী করেন। এইদিনের এই অনুষ্ঠানে গম্ভীর এইভাবেই নিজের ক্রিকেট জীবনের স্মৃতিচারণ করেন।