বাংলা হান্ট ডেস্ক :অবশেষে ভারতীয় জওয়ানদের জন্য এ দারুন খুশির খবর শোনাল কেন্দ্র৷ এবার প্রমোশন পেতে চলেছেন ভারতীয় সিআরপিএফ জওয়ানরা৷ভারতের সেনাবাহিনীকে আরও সংগঠিত করার জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তরফ থেকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সে একটি ক্যাডারের জন্য কয়েক হাজার নতুন পদ তৈরি করা হবে৷ তাই 2.3 লক্ষ ভারতীয় জওয়ানরা এক্ষেত্রে উপকৃত হবেন৷ পদোন্নতির জন্য সেনা দলে নিম্ন পদে শূন্যপদের সংখ্যা বাড়বে৷কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, উপ পরিদর্শক পদে শূন্যপদের সংখ্যা একশো শতাংশ বাড়বে৷ ইতিমধ্যেই পরিদর্শকের সংখ্যা বেড়েছে 91 শতাংশ৷ পাশাপাশি কনস্টেবল ও এএসআইয়ের শূন্যপদের সংখ্যাও বেড়েছে৷ তাই একদিকে যেমন সেনা জওয়ামদের পদোন্নতি হবে তেমনি আবার বেতন বাড়া সহ পুনর্গঠন সুবিধা পাওয়া যাবে৷ 1939 সালে শেষ বার এত বড় ক্যাডার তৈরি করা হয়েছিল৷ দীর্ঘ 70 বছর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এই সিদ্ধান্ত ভারতীয় জওয়ানদের জন্য এক অনন্য সুযোগ এনে দিচ্ছে বলেই মনে করা হচ্ছে৷
এই প্রসঙ্গে বলতে গিয়ে সিআরপিএফ মুখপাত্র তথা ডেপুটি ইনস্পেক্টর জেনারেল মোসা ধিনাকরন জানিয়েছেন, এই ক্যাডার ভারতীয় সেনা জওয়ানদের দেশের যেকোনো অচলাবস্থার বিরোধিতা করে তুলতে সক্ষম তৈরি করবে৷ এবং এই পদোন্নতিকে গুরুত্বপূর্ণ মানদন্ডও বলেন তিনি৷এর আগে ভারতীয় সেনা জওয়ানদের চাকরিতে বৈষম্যের দাবি উঠেছিল বার বার৷ এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তে যথেষ্টই খুশি ভারতীয় সেনা জওয়ানরা৷