বাংলা হান্ট ডেস্ক:আমাদের এই আকাশকে দেখে কতই না শান্ত মনে হয়, কিন্তু মাঝ আকাশে কি হয়, তার উত্তরদ্বায়ী কেউ না। প্রকৃতির উপর দোষ আরোপ করেও লাভ হবে না কোনো। মাঝ আকাশের এই সকল জানা অজানা রহস্যের মুখে পড়ার ভয় বিমানের থাকে প্রতি বার। কিন্তু তাও এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ব্যস্ততার মধ্যে পরিবহন তো বিমানই। তাই উরে যেতে হয় প্রতিবারই। সেই মাঝ আকাশে। কিন্তু এবার আর রেহাই পাওয়া গেল না। ঝড়ের প্রবল তান্ডবে কেঁপে উঠল আস্ত বিমান! মাঝ আকাশে হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভব করলেন যাত্রীরা৷ তারা একপ্রকার প্রাণ হাতে করে বসে রইলেন বিমানে৷ ক্ষতিগ্রস্থ হয়েছে বিমনটিও৷ বিমানে ছিলেন ১৭২ জন যাত্রী৷ একটি নয় ২টি এয়ার ইন্ডিয়া বিমানে ঘটল এমন ঘটনা৷
কোচি থেকে তিরুবনন্তপুরম যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার বিমান AI 048, মাঝ আকাশে এই ঘটনা ঘটে৷ ঝাঁকুনি এতটাই মারাত্মক ছিল যে যাত্রীদের সামনে থাকা খাবারও ছড়িয়ে পড়লো বিমান জুড়ে৷
এতটাই দাপট ছিল ঝড়ের যে বিমানটিও রক্ষে পায়নি৷ এই পরিস্থিতিতে সব যাত্রীই আতঙ্কিত হয়ে পড়েন৷ বিমান সেবকরা সারা বছরই এই কাজে যুক্ত থাকায় নানা রকম প্রতিকূলতার সন্মুখীন হতে হয় তাদের। এদিন এক বিমানসেবক ও পড়ে গিয়ে চোট পান৷ এই ঘটনার পরই তড়িঘড়ি করে বিমান অবতরণ করা হয়৷ যাত্রীদের কোনো ক্ষতি হয় নি, সকলে সুরক্ষিত ছিলেন৷অন্য একটি দিল্লি থেকে বিজয়ওয়াডাগামী এয়ার ইন্ডিয়া বিমানেও এমন ঘটনা ঘটে৷