২৫০০ টাকা বেতন বাড়িয়ে, গায়েব করেছে DA, তাই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে SAT যাচ্ছেন কর্মচারীরা

বাংলা হান্ট ডেস্ক : কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন৷ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনেই আগামী বছরের জানুয়ারি মাস থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে ঠিক এমনটাই জানিয়েছেন অবশেষে সোমবার সেই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে সিলমোহর পড়েছে৷ ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হলে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন হবে 2.8 গুণ বেশি৷ সোমবার নবান্নে বেতন কমিশন লাগু হওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷

কিন্তু যে বেতন কমিশন লাগু হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ছিল সেই বেতন কমিশন কার্যকরী হওয়ার কথা ঘোষণার পরেও খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ৷ কারণ একটাই তা হলে মহার্ঘ ভাতা, স্যাটের রায়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হবে এমন ঘোষণার পরেও মহার্ঘ ভাতা নিয়ে কোনও উচ্চবাচ্য নেই তাই রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে স্যাটের কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রাজ্যের সরকারি কর্মচারীরা৷852856 615979 614846 money 122216

আগে রাজ্য সরকারি কর্মচারীদের ন্যূনতম বেসিক পে ছিল 6,600 টাকা তাই সব মিলিয়ে বেতন ছিল 15,840 টাকা কিন্তু ষষ্ঠ বেতন কমিশন লাগু হলে সেই বেসিক পে মিলিয়ে বেতন গিয়ে দাঁড়াবে 19,600 টাকা, অর্থাত্ যে ঢাক ঢোল পিটিয়ে বেতন বাড়ানোর কথা ঘোষণা হচ্ছে তাতে বেতন বাড়ছে মাত্র দুই হাজার চার শ আশি টাকা৷ তাই রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে চলেছেন বলে খবর৷

তা হলে এ ক্ষেত্রে দেখা যাচ্ছে তিন বছর ধরে যে বকেয়া বেতন রয়েছে তা মিলিয়ে এক একজন সরকারি কর্মচারীদের লক্ষাধিক টাকা ক্ষতি হচ্ছে তাই তো এবার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে স্যাটের কাছে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা৷

সম্পর্কিত খবর