পদ্মে ভোট দিলেই পদ্মার ওপারে, দিদি এনার্জি পেলে গঙ্গাপ্রাপ্তি এনআরসির: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্ক : এনআরসি আতঙ্কে ইতিমধ্যেই রাজ্যের আট জনের মৃত্যু হয়েছে৷ গত সোমবার দিনই এনার্জির আতঙ্কের জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা ওই ব্যক্তির নাম কালাচাঁদ মিদ্যা৷ তাঁর মৃত্যুর খবর পেয়েই তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মৃতের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি৷

এর পর একটি সভা করে এনআরসি র বিরোধিতা করে সমস্ত রাজ্যবাসীর উদ্দেশ্যে এনআরসি আতঙ্কের জন্য নিজের জীবন শেষ না করে দেওয়ার বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিনের সভা মঞ্চ থেকেই বিজেপিকে তোপ দেগে বাংলায় কোনও ভাবেই এনআরসি চালু করা যাবে না এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা কখনোই হতে দেবেন না বলেও আশ্বস্ত করেছেন৷ পাশাপাশি এনআরসি ইস্যুর বিরোধিতা করে মুখ্যমন্ত্রীর পাশে থাকার আর্জি জানিয়েছেন যাতে এনআরসি কে রাজ্য থেকে বিতাড়িত করা যায়৷3852so6yconkzpqhwi05xjroh3c8hzz36gh61663408

একই সঙ্গে মৃত কালাচাঁদের মেয়ের পড়াশোনার দায়িত্ব নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিজেপি ও সিপিএম এনআরসি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও মত প্রকাশ করেন তিনি৷ বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তাঁর লোকসভা কেন্দ্রে যদি আর এনআরসি আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটে তা হলে তিনি ছেড়ে কথা বলবেন না বলেও জানান৷ এদিনের সভামঞ্চ থেকেই অসমের এনআরসি প্রসঙ্গ তুলে তাঁদের পদ্মে ভোট দিয়ে পদ্মা নদীর ওপারে চলে যেতে হচ্ছে বলেই জানান অভিষেক৷

অন্য দিকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয় তবে বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায় যত দিন আছেন তত দিন বাংলার এনআরসির একটি ফর্ম ও প্রবেশ করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন অভিষেক৷ তবে বাংলায় এনআরসি চালু করা অত সোজা কাজ নয় তাই অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন সকলকেই৷

সম্পর্কিত খবর