বাংলা হান্ট ডেস্ক : প্রথমবার প্রধানমন্ত্রিত্ব পদে বসেই দেশকে পরিচ্ছন্ন গড়ে তোলার লক্ষ্যে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই পদক্ষেপের উদ্দেশ্যেই সূচনা করেছিলেন স্বচ্ছ ভারত অভিযান৷ এ বার সেই স্বচ্ছ ভারত অভিযানের জন্য মোদীর মাথায় জুড়ল আরও এক নতুন পালক৷ আন্তর্জাতিক মঞ্চে স্বচ্ছ ভারত অভিযানের জন্য স্বীকৃতি পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ নিউ ইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় প্রশংসিত হয়েছে স্বচ্ছ ভারত অভিযান পাশাপাশি মঙ্গলবার নিউ ইয়র্কে গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় মোদীকে৷
মাইক্রোসফট র বিল গেটস ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের তরফ থেকে মোদীকে এই সম্মান প্রদান করা হয়৷ পুরস্কার গ্রহণ করার পর বক্তব্য রাখতে শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দেশকে স্বচ্ছ ভারত গড়ে তোলার লক্ষ্যে যে অভিযান শুরু করেছিলেন তা প্রায় শেষের দিকে, এর পর প্লাস্টিক মুক্ত দেশ গড়ে তোলার জন্য যে নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন তার জন্য বার্তা দেন প্রধানমন্ত্রী৷ অনুষ্ঠানের মঞ্চ থেকে ভারতকে গ্লোবাল মিশন বলে উল্লেখ করেন তিনি৷
I dedicate the Global Goalkeeper Award, conferred by the @gatesfoundation, to the 130 crore people of India and the collective endeavours of our nation to improve cleanliness.
It makes me most happy that India’s successes in sanitation have helped women and children the most. pic.twitter.com/Va4QKMY3tv
— Narendra Modi (@narendramodi) September 25, 2019
বিল গেটসের হাত থেকে এই পুরস্কার পাওয়ার পর সেটি দেশের জনগণের উদ্দেশ্যে উত্সর্গ করেন মোদী৷ একই সঙ্গে এ ধরনের অভিযান অন্য কোনও দেশে শোনা যায়নি বলেও জানান প্রধানমন্ত্রী৷ স্বচ্ছ ভারত গড়ে তুলতে মোদীর যে একাধিক পদক্ষেপ তাঁর প্রসঙ্গে বলতে গিয়ে গত পাঁচ বছরে দেশে এগারো কোটি শৌচালয় তৈরি হয়েছে বলে জানান মোদী৷ অন্য দিকে ভারতে হৃদরোগের সমস্যা হ্রাস পেয়েছে, গাঁধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে গোটা দেশকে আদর্শ দেশে পরিণত করার দিকে এগিয়ে যাচ্ছেন তাঁরা এমনটাও বলেন মোদী৷