ফের সেনা কনভয়ে বিস্ফোরণ, ব্যাপক চাঞ্চল্য উপত্যকায়

বাংলা হান্ট ডেস্ক :পুলওয়ামা জওয়ান কনভয়ে বিস্ফোরণের ঘটনার রেশ এখনও অব্যাহত,চারিদিকে হাহাকার, সেনা জওয়ানদের দেহের কিছু অংশ ছড়িয়ে রয়েছে, আবার কিছু অংশ খুঁজেই পাওয়া যায়নি। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে এই ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু এরই মাঝে আবারও সেনা কনভয়ে বিস্ফরণের ঘটনা ঘটল শনিবার সকালে। কাশ্মীরের রামবনের বাটোটে এলাকায় ঘটনাটি ঘটেছে। যার জেরে উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।ipanews 83b1fe3d be3e 4693 bb45 bb7316949186 embedded241205380

জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে 7 টা নাগাদ একটি সেনা কনভয় রামবন থেকে চাকোয়ার ক্যাম্পের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় সেনা জওয়ানদের অতর্কিতে জওয়ানদের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটনায় জঙ্গীরা। তবে গ্রেনেড হামলার পর সেখান থেকে পালিয়ে যায় জঙ্গীরা। ঘটনার জেরে এখনও অবধি কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও একটুর জন্য বিপদ এড়ানো গেছে বলেই মনে করা হচ্ছে।ঘটনার পর থেকে এলাকায় তল্লাশি চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ। পাশাপাশি নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে উপত্যকাকে।

যদিও নতুন কিছু নয়, এধরনের হামলার হুঁশিয়ারি বার বার দিচ্ছে পাকিস্তান। শুক্রবার রাষ্ট্রসংঘের সাংধারণ অধিবেশনেও কাশ্মীরে পুলওয়ামার থেকে বড় হামলা ঘটনারো হুমকি দিয়েছেন ইমরান খান। এমনকি 370 ধারা রদ হওয়ার পর থেকেই কাশ্মীরকে টার্গেট করেছে পাকিস্তান। বার বার সেখানে নাশকতা চালানোর পরিকল্পনা করছে ইসলামাবাদ। তাই সেনা জওয়ানদের আরও সতর্ক করে দেওয়া হয়েছে। সীমান্তে এখনও অবধি মোতায়েন করা হয়েছে কয়েক হাজার সেনা। পাশাপাশি অস্ত্রশস্ত্রও জড়ো করা হয়েছে। একইসঙ্গে, কাশ্মীরের যেকোনো সমস্যা সমাধান করতে চাইছে পাকিস্তান আবার হুমকিও দিচ্ছে। কার্যত উপত্যকা ঘিরে দু দেশের সম্পর্ক এখনও ভয়াবহ সমস্যার মুখে পড়েছে।

সম্পর্কিত খবর