সাফ কাপের ফাইনালে ভারত বনাম বাংলাদেশ! ফের দুই দেশের দ্বৈরত্বের সাক্ষী থাকবে গোটা বিশ্ব।

গ্রুপ পর্বে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ ড্র হয়েছিল। তারপর দুই পড়শী দেশ পয়েন্ট টেবিলের একই জায়গায় শেষ করে গ্রুপ পর্ব। তারপর গ্রুপ চ্যাম্পিয়ন বাঁছার জন্য লটারি করা হয় সেখান থেকে ভারত হয় গ্রুপ চ্যাম্পিয়ন। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে 4-0 ব্যবধানে সেমি ফাইনালে ভারত হারায় মালদ্বীপকে। অপরদিকে বাংলাদেশ 4-0 ব্যবধানে হারায় ভুটান কে। ফলে এবার ফাইনালে ফের মুখোমুখি ভারত- বাংলাদেশ। এবার দুই প্রতিবেশী দেশ নামবে অনুর্দ্ধ 18 সাফ কাপ জেতার লক্ষ্যে। এখন গোটা বিশ্ব অপেক্ষা করছে ভারত বনাম বাংলাদেশ লড়াই দেখার জন্য।

গ্রুপ পর্বে দুই দেশের পয়েন্ট ছিল একই, গোল পার্থক্যও ছিল সমান। অপরদিকে একে অপরের সাথে মুখোমুখি লড়াই ছিল গোলশূন্য ড্র। আর তাই বাধ্য হয়ে লটারি করতে হয় গ্রুপ চ্যাম্পিয়ন বাছার জন্য। গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে থেকে সেমি ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ তারা সেমিতে ভুটানকে হারিয়ে চলে যায় ফাইনালে।

IMG 20190928 112245

সেমি ফাইনালে অপেক্ষাকৃত দুর্বল দলের সাথে খেললেও এবার ফাইনালে বাংলাদেশকে খেলতে হবে শক্তিশালী ভারতের বিরুদ্ধে। আর তাই সেমিতে নামার আগে কিছুটা হলেও সতর্ক বাংলাদেশ কোচ। উল্লেখ্য অনুর্দ্ধ 15 সাফ কাপের সেমি ফাইনালে বাংলাদেশ হারিয়েছিল ভারতকে। এবং ফাইনালে পাকিস্তানকে হারিয়ে তারা অনুর্দ্ধ 15 সাফ কাপের শিরোপা জিত নেয়। অপরদিকে 2017 সালেও বাংলাদেশ ভারতকে হারিয়েছিল কিন্তু সেবারে নেপালের কাছে হেরে রানার্স হতে হয়েছিল বাংলাদেশকে। এবার এটাই দেখার যে গতবারের বদলা কি নিতে পারবে ভারত নাকি একবার বাজিমাত করবে বাংলাদেশ। সবার নজর রবিবার সেই ম্যাচের দিকেই।

Udayan Biswas

সম্পর্কিত খবর