কেবল জনগন নয়! রাস্তা খারাপ হলে এবার ট্রাফিক চালান দিতে হবে রাস্তার ঠিকাদারকেও: নিতিন গডকড়ী, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী।

আইন কি শুধু জনগণের জন্য? এই প্রশ্নঃ ইংরেজ আমল থেকে উঠে আসছে। কারণ ইংরেজরা ভারতীয়দের দমন করার জন্য নানা কঠোর আইন তৈরি করেছিল। ভারত স্বাধীন হওয়ার পরেও বহু আইন রয়েছে যা বদলানো হয়নি। উদাহরনসরূপ, ভারতে পুলিশ ব্যাবস্থা ইংরেজরা করেছিল ১৯৬০ সালে যাতে ভারতে ইংরেজদের বিরুদ্ধে উঠা বিদ্রোহগুলিকে দমন করা যায়। তখন ইংরেজ সরকারের পুলিশ ভারতীয়দের অত্যাচার করতো, লাঠিচার্জ করতো। আজও পলিশের সেই রূপ পরিবর্তন হয়নি। আজও নানা জায়গায় ভারতের পুলিশ, ভারতের জনগণকেই লাঠিচার্জ করে। কারণ আইনের পরিবর্তন হয়নি। পুলিশ লাঠিচার্জ করতে পারে কিন্তু জনগণ নিজের সুরক্ষায় জন্য কিছুই করতে পারে না। এই কারণে ভারতের ইংরেজদের তৈরি করে যাওয়া আইন ,কানুন নিয়ম নিয়ে প্রশ্নঃ উঠেই থাকে।

images 2019 09 28T200602.871

সম্প্রতি দেশে ট্রাফিক আইনকে কড়া করে দেওয়ার হয়েছে। কিন্তু প্রশ্নঃ উঠেছে সরকার কি রাস্তা খারাপের জন্য উল্টে জনগণকে ট্যাক্স দেবে? এখন এ বিষয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী বড়ো মন্তব্য করেছেন। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ী নতুন মোটরযান আইন -২০১৮ এর আওতায় ঠিকাদারদের উপর চাপ প্রয়োগ শুরু করেছেন। আজ একটি টুইট বার্তায় তিনি বলেন যে নতুন মোটরযান আইন -২০১৮  এর আওতায় সাধারণ মানুষের জন্য কেবল জরিমানা ও জরিমানার পরিমাণই বৃদ্ধি করা হয়নি। নিতিন গডকড়ী বলেন সড়ক নির্মাণে অবহেলা, নিম্ন স্তরের নির্মাণ ও সড়ক ঠিকাদারদের রক্ষণাবেক্ষণে অবহেলা করার উপরেও জরিমানা করার নিয়ম করা হয়েছে। সড়ক নির্মাণে অবহেলা করলে এক লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

images 2019 09 28T200556.005

১ সেপ্টেম্বর থেকে পুরো দেশে নতুন মোটরযান আইন কার্যকর হয়েছে ত। এই বিল থেকে প্রাপ্ত অধিকারের মাধ্যমে ট্র্যাফিকের বিভিন্ন বিধি লঙ্ঘনের ক্ষেত্রে ভারী জরিমানা লাগু করা যেতে পারে। সংশোধিত বিলে গাড়ি চালক ও দুর্ঘটনার শিকার ব্যক্তিকে ১০ গুণ বেশি ক্ষতিপূরণ দেওয়া ও দুর্ঘটনার জন্য গাড়ির মালিককে তিন ছরের কারাদণ্ড পর্যন্ত বিধান রাখা হয়েছে।

মোটর ভিকেল এক্ট লঙ্ঘন করলে, চালকদের জরিমানার বিধান রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রীর দ্বারা সড়ক নির্মাণ ঠিকাদারদের জরিমানার বিধান রাখা হয়েছে। অর্থাৎ এবার দেশের জনতা ভালো সড়কের আশা রাখতে পারে। শুধু এই নয়, ভালো সড়ক না বানালে ঠিকাদারকে জরিমানা দিতে হবে। ফলস্বরূপ গাড়ি চালকেরা এবার রাস্তার গর্ত ইত্যাদি থেকে বাঁচতে পারবেন এবং সুন্দর রাস্তা পেতে পারবেন। তবে নিতিন গডকড়ী যা বলছেন সেটা আদেও সঠিকভাবে ঠিকাদারদের উপর লাগু হচ্ছে কিনা তা আগামী সময়ে জানা যাবে।

সম্পর্কিত খবর