ইসলামিক দেশগুলোও মুখ ফিরিয়ে নিয়েছে পাকিস্তানের থেকে, সাথ দিয়েছে ভারতের!

 

বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তান ভারতের সম্পর্ক যখন বিশ বাঁও জলে তখন জাতিসংঘের অনুষ্ঠানে মোদি চরম ভাবে আক্রমণ চালাচ্ছে আমেরিকা কে পাশে নিয়ে পাকিস্তানের ওপর। তখন পাকিস্তান ও পরমাণুর হুঁশিয়ারি দিয়েছে কিন্তু কি আর করবে ইমরান খানের নিজের গদি এবং পায়ের তলার মাটি যে আজ বড়ই নরম হয়ে পড়েছে।

ভারত নয় কোন অন্যান্য শত্রুদের নয় একমাত্র নিজের দেশের ঘরে চলছে এই আলোচনা। কূটনীতিবিদ বিশ্বসেরা মোদি।ইসলামিক দেশগুলি দু’বছর আগে ইসলামিক সেনা তৈরি করেছিল এই সেনা নেতৃত্ব দিয়েছে পাকিস্তান এক সেনা মেজর। সেই সময় বলা হয়েছিল যে কোন একটা ইসলামিক দেশে আক্রমণ হলে ইসলামিক দেশে আক্রমণ করে। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে একে অপরের পাশে দাঁড়ানো কথা বলা হয়েছিল কিন্তু মোদির কূটনীতি চলে পাকিস্তান আজ পুরো অসহায়ের মতো হয়ে গেছে। ঠিক দিক থেকে এখন পুরোপুরি ক্ষতিগ্রস্ত পাকিস্তান তার সমর্থনে সৌদি আরব না ইসলামিক এর অন্য অন্য কোন দেশ মাঠে নামছে।

IMG 20190928 WA0067 1

সৌদি আরব পাকিস্তানের দালালি করতে চেষ্টাও করেছিল কিন্তু ভারত সরকার যে বিষয় দিয়ে তাকে সামনে টেনে এনেছে ও তার উত্তর দিয়েছে তাতে আবার পিছু হটতে বাধ্য হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ এবং ইসলামিক দেশগুলোতে ধর্মের নামে পাকিস্তানের সমর্থন জানিয়েছে কিন্তু কোন দেশ ইস্যু গত ভাবে ভারতের পাশ থেকে সরে যায়নি। বরং ভারতকে সমর্থন জানিয়েছে। এই কথাগুলি কোন ভারতীয় টিভি চ্যানেলের বলা বুলি নয় এগুলো পাকিস্তানের সাংবাদিকরাই বলছে।

সম্পর্কিত খবর