দশ বছর পর প্রত্যাবর্তনের ম্যাচেও আলো বিভ্রাট; ফের আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের।

ফের একবার আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের। দীর্ঘ দশ বছর পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় নি। দশ বছর পরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও কালির দাগ লাগল প্রত্যাবর্তনের সেই ম্যাচে। শ্রীলঙ্কা বনাম পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ছিল সোমবার আর সেই ম্যাচে পরপর দুবার দেখা গেল আলো বিভ্রাট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ফ্লাডলাইট দেখা গেল পরপর দুবার।

শ্রীলঙ্কা বনাম পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ ছিল 27 তারিখ কিন্তু বৃষ্টির জন্য সেই ম্যাচ ভেস্তে গিয়েছে।এমনকি সেইদিনের সেই বৃষ্টির জন্য পিসিবি এই সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি পিছিয়ে দিয়েছিল। আর তারপর আইসিসির কাছে মজার পাত্রে পরিণত হতে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড কে। আইসিসি এই ঘটনা নিয়ে টিইটারে বিস্তর মজা করেন।

1569823311 Pakistan vs Sri Lanka Dream 11

2009 সালে শ্রীলঙ্কা ক্রিকেট দল যখন পাকিস্তানে সিরিজ খেলতে গিয়েছিল সেই সময় শ্রীলঙ্কা ক্রিকেট বাসের উপর জঙ্গি হামলা হয়। তারপর থেকে আর কোন আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি পাকিস্তানে। দীর্ঘ দশ বছর পর শ্রীলঙ্কা পাকিস্তানে খেলতে রাজি হওয়ায় আবার পাকিস্তানে অনুষ্ঠিত হল কোনো আন্তর্জাতিক ম্যাচ।

তবে দশ বছর পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলেও সেই ম্যাচও সঠিক ভাবে পরিচালনা করতে ব্যার্থ হল পাকিস্তান ক্রিকেট বোর্ড। খেলায় বার বার আলো বিভ্রাট হওয়ার জেরে শ্রীলঙ্কা দলের ব্যাটিং-য়ের রিদম নষ্ট হয়। আর এরফলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড কে। সোশ্যাল সাইডেও ব্যাপক ট্রোল করা হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড কে নিয়ে।

Udayan Biswas

সম্পর্কিত খবর