বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীর থেকে আগস্ট মাসের পাঁচ তারিখে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়েছিল। আর এরপর আজ গান্ধী জয়ন্তীতে বড় সিদ্ধান্ত নিলো মোদী সরকার। আজ থেকে জম্মুর নেতাদের উপর থেকে নজরবন্দী হটিয়ে নিলো সরকার। পুলিশের তরফ থেকে সমস্ত নেতাদের নজরবন্দী তুলে নেওয়ার সূচনা দেওয়া হয়েছে। নজরবন্দী থাকা নেতারাও এই কথা স্বীকার করেছেন। শোনা যাচ্ছে যে, জম্মু কাশ্মীরে বিডিসি নির্বাচনের কথা মাথায় রেখে রাজনৈতিক গতিবিধি চালু করার জন্য নেতাদের নজরবন্দী তুলে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর স্থানীয় পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে জম্মু কাশ্মীরের অনেক নেতা, নেত্রীকে নজরবন্দী করা হয়েছিল। মোদী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জম্মু থেকে সমস্ত বিরোধী দলের নেতাদের উপর থেকে নজরবন্দী হটিয়ে নেওয়া হয়েছে। যাদের উপর থেকে নজরবন্দী হটানো হয়েছে, তাঁদের মধ্যে ন্যাশানাল কনফারেন্স, কংগ্রেস আর প্যান্থার্স পার্টির নেতাদের নাম আছে। এই নেতাদের ঘরের বাইরে সাদা পোশাকের পুলিশ মোতায়েন ছিল, আর তাঁদের সমস্ত গতিবিধির উপর নজর রাখা হত।
শোনা যাচ্ছে যে, নজরবন্দী হটানোর সাথে সাথে নেতাদের বলা হয়েছে যে, তাঁর যেন কোন বিতর্কিত বয়ান না দেয়। ওনাদের দেওয়া বিতর্কিত বয়ানের ফলে শান্ত উপত্যকায় আবারও অশান্তি ছড়াতে পারে।