বিনামূল্যে পুজোয় বাসে করে ঘোরাবে ভোডাফোন।এভাবে করে নিন বুকিং।

 

 

বাংলা হান্ট ডেস্ক: পুজো এসে গেছে । সারাবছর এই কটা দিনের অপেক্ষায় থাকা উৎসব মুখর বাঙালি এর ষষ্ঠী পর্যন্ত অপেক্ষা করতে না পেরে প্রথম থেকেই রাস্তায় নেমে পড়েছে। বেড়েই চলেছে রাস্তায় ভিড়।আর এই ভিড়ের মধ্যে ঘুড়ে ঘুরে পুজো দেখা সত্যিই একটা চ্যালেঞ্জিং বিষয়। পুজোয় ভিড় ঠেলে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখাটা মোটেই সহজ কাজ নয় ৷ বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য এটি একটি বড় সমস্যা। মন চায় ঘুরে ঘুরে সব দেখতে কিন্তু বয়স বলে ‘ না ‘৷আর এখন তো কোথাও কোথাও ‘ভিআইপি পাস’-ও কাজে আসে না ৷ কারণ সাধারণদের লাইনের প্রায় সমসংখ্যক দর্শনার্থী দাঁড়িয়ে থাকেন ভিআইপি লাইনে, এবং এই বছর থেকে বেশিরভাগ মণ্ডপে মাননীয়া মুখ্যমন্ত্রী র নির্দেশে ভি আই পি পাসের এই বিষয় পাল্টে দিয়ে করা হয়েছে গেস্ট ইনভাইটেশন কার্ড।

IMG 20191002 131008

কাজেই এখন আরো জনঝাট বেড়েছে ঠাকুর দেখার।তাই এই ঝঞ্জাট থেকে মুক্তি পাওয়ার জন্য ভোডাফোন এ বছর ব্যবস্থা করেছে ‘ভোডাফোন প্যান্ডেল এক্সপ্রেস’ বাসের ৷খরচ শুনবেন? আর তার জন্য খরচ করতে হবে না একটা টাকাও ৷ হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে ভোডাফোন গ্রাহকদের জন্য এবার এই হপ-অন-হপ-অফ বাসের ব্যবস্থা করেছে ভোডাফোন, যাতে করে তাদের দেখানো হবে কলকাতার বিখ্যাত এবং অভিনব সব মণ্ডপ ৷ মঙ্গলবার বাসটির উদ্বোধন করেন রাজ্যের পর্যটন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি অত্রি ভট্টাচার্য।পঞ্চমী (৩ অক্টোবর) থেকেই শুরু হচ্ছে এই সার্ভিস ৷ যা চলবে নবমী ( ৭ অক্টোবর) পর্যন্ত ৷ এর জন্য গ্রাহকদের অবশ্য ‘মাই ভোডাফোন অ্যাপ’-এ প্রি বুকিং করতে হবে সিট এবং তা করলেই পুজো জমজমাট৷ সঙ্গে থাকছে ভোডাফোন প্লে অ্যাপ-এ কলকাতার বিভিন্ন পুজোর লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থাও ৷ সুতরাং বলাই যায় ভোডাফোনের গ্রাহক রা উৎসাহী তো হবেই।

সম্পর্কিত খবর