বাংলা হান্ট ডেস্ক : আজ মহাষষ্ঠী, দুর্গাপুজো শুরু হয়ে গেছে বঙ্গে৷ আর মাত্র কয়েকটা দিন পরেই উমা মা বাপের বাড়ি থেকে বিদায় নেবেন৷ আজ থেকেই শুরু হয়ে গেছে আগামী বছরের পুজোর কাউন্ট ডাউন৷ অপেক্ষা সারা বছরের, তবে সামনে বছর পুজোর জন্য কিন্তু বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বেশি৷ কারণ মহালয়া মানেই পুজো পুজো ভাব কিন্তু আগামী বছর মহালয়ার এক মাস পরে দুর্গা পূজা হবে৷
অর্থাত্ মহালয়ার পর প্রতিপদ নয় মহালয়ার 35 দিন পর কার্তিক মাসে মা দুর্গা আসবেন মর্তে৷ 2020 সালের 17 সেপ্টেম্বর তারিখে মহালয়া, কিন্তু পুজো শুরু হবে 22 অক্টোবর তারিখ থেকেই৷ কিন্তু এমন কেন? পঞ্জিকা মতে আগামী বছর দুটি অমাবস্যা পড়বে, কিন্তু যেহেতু অশ্বিন মাস যে হেতু মলমাস তাই পুজো পিছিয়ে কার্তিক মাসে করা হয়েছে৷
তাই আগামী বছর পুজো শুরু হচ্ছে কার্তিক মাসেই৷ যদিও এই প্রথমবার নয় 2001 সালেও এই একই ঘটনা ঘটেছিল৷ 1982 সালেও একই ঘটনা ঘটেছিল আবারও পুনরাবৃত্তি হতে চলেছে উনিশ বছর পর৷ তবে এ হেন নিয়ম নিয়ে জোর বিতর্ক উঠেছে কিন্তু পঞ্জিকা মতে যা নিয়ম তা ই হবে৷