ইন্দ্রাণী সেন, বাঁকুড়া:ব্যাতিক্রমী দুর্গাপুজোয় মাতল বাঁকুড়ার পাকড়ে পরিবার। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শহর থেকে গ্রাম ছাড়িয়ে সারা পৃথিবীর বাঙালি দুর্গাপুজোয় মাতোয়ারা। তবে স্থানকাল ভেদে পুজো পদ্ধতি ও আলাদা।
বাঁকুড়া জেলার ব্যাতিক্রমী দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম হল ইন্দাস থানার বেতালন গ্রামের পাকড়ে পরিবারের ‘রাবন কাঁধে দুর্গা’। মা দুর্গার স্বপ্নাদেশে নির্মিত এই দুর্গামুর্তি একেবারেই ভিন্ন। প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন এই দুর্গাপুজো। দেবী এখানে সবার অলক্ষ্যখেই পুজিত হতেন।
মা দুর্গা এখানে রাবণের কাঁধে অবস্থান করেন দশভুজা মুর্তি রুপে। দেবীর সাথে লক্ষী সরস্বতী বিরাজমান