কলোটাকার বিরুদ্ধে লড়াইয়ে একধাপ এগোল কেন্দ্র, সুইস ব্যাঙ্কে থাকা ভারতীয়দের অ্যাকাউন্টের তথ্য এল ভারতের হাতে

বাংলা হান্ট ডেস্ক : মোদী সরকার প্রথম জমানা থেকেই দেশ থেকে কালোটাকার দুর্নীতি রক্ষা করতে ততপর হয়েছে। তাই প্রথম জমানাতেই রাতারাতি নোটবন্দি ঘোষনা করে টাকা বাতিল ঘোষনা করেন। এরপর আস্তে আস্তে নতুন করে নোট বাজারে আসে। নতুন 10, 50,100, 500 নোট যেমন এসেছে তেমনি 200, 2000 এর নোটের প্রচলন শুরু করেছে মোদী সরকার। এবার কালোটাকার বিরুদ্ধে লড়াইয়ে আরও এককদম এগিয়ে গেল কেন্দ্র। সুইস ব্যাঙ্কে থাকা ভারতীয়দের অ্যাকাউন্টের সমস্ত তথ্য এল ভারতের হাতে। তাই দেশের কোন তাঁবড় ব্যাক্তির ওই ব্যাঙ্কে কত টাকা আছে, কিংবা কবে কত টাকা জমা পড়েছে এইসমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার পথ সহজতর হয়ে উঠবে।c9db30971b64cbfb7893e93a0625924a w500 h300 cp

স্যুইতজারল্যান্ডের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জানানো হয়েছে বিশ্বের যে 75টি দেশের সঙ্গে সুইস ব্যাঙ্কের লেনদেন তার মধ্যে রয়েছে ভারত। তাই ভারতের সঙ্গে তথ্য ভাগও করে নেয় সুইস ব্যাঙ্ক। তাই আশা করা হচ্ছে আগামী বছর আরও কিছু ভারতীয় অ্যাকাউন্টের তথ্য ভারতের হাতে আসবে। এরফলে এখনও কোন কোন অ্যাকাউন্ট খোলা রয়েছে বা কোন কোন অ্যাকাউন্ট বন্ধ হয়েছে তার হিসেব নিকেশ পাওয়া খুবই সহজ হয়ে উঠবে।

তাই ওইসব অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করে কার অ্যাকাউন্টে কত টাকা আছে, তার উত্স কি, বা অ্যাকাউন্ট হোল্ডার কোন রাজ্যের বাসিন্দা সবটাই জানা যাবে এই তথ্যের মধ্য দিয়ে। তবে যে তথ্য ভারতের হাতে এখনও অবধি এসেছে তা থেকে জানা গিয়েছে ওই অ্যাকাউন্টে ব্যবসায়ী, অনাবাসী ভারতীয়দের টাকা রয়েছে। তাই ওই সমস্ত অ্যাকাউন্ট খতিয়ে দেখে তাঁদের সম্পর্কে অনেক আরও অনেক কিছুই জানা যাবে বলে মন ওয়াকিবহল মহলের।

সম্পর্কিত খবর