বাংলা হান্ট ডেস্ক : একজন নাগরিকের নাগরিকত্বের পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ও ভোটার কার্ডের মতো রেশন কার্ডের গুরুত্ব অনেক। বর্তমানে কেন্দ্র থেকে রেশন কার্ড ডিজিটাইজড করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের পক্ষ তাই নতুন করে ডিজিটাল রেশন কার্ড চালু করা হয়েছে। যেখানে বিভিন্ন রংয়ের কার্ড রয়েছে। এটিএম এর মতো কার্ড এবং ছোটো ছোটো রেশন কার্ড করে দেওয়া হয়েছে। তবে এখনও অবধি রাজ্যের অনেক গ্রাহকই সেই ডিজিটাল রেশন কার্ড পাননি। তাই নতুন করে আবারও সেই সমস্ত বাদ পড়া গ্রাহকদের ডিজিটাল রেশন কার্ড হাতে পাওয়ার জন্য আবেদন পত্র জমা দেওয়ার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের আবেদন পত্র গ্রহণ করা হচ্ছে। তাই আবেদন করার জন্য কি কি লাগবে, বা প্রয়োজনীয় শর্ত কি সেগুলি জেনে নিন-
- যদি কোনো গ্রাহকের রেশন কার্ড না থাকে তিনি একমাত্র রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
- যদি আবেদনের সময়সীমা পেরিয়ে যায় তার পরেও আবেদন করা যাবে। নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।
- কোনো সদ্যবিবাহিত দম্পতির যদি নতুন করে রেশন কার্ডের আবেদন করতে চান তাও পারবেন।
- আবেদনের জন্য রেশনে অনলাইন ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সেটিকে পূর্ণ করে নিতে হবে।
- এরজন্য প্রয়োজন বাড়ির প্রধান বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তির পাসপোর্ট সাইজের ছবি।
- প্রমান পত্র হিসেবে ভোটার, আধার বা প্যান কার্ড বাধ্যতামূলক।
- পরিবারের সমস্ত সদস্যদের আয় ব্যয়ের তথ্যও দিতে হবে।
অনলাইনে আবেদন কিভাবে করবেন জেনে নিন-
অনলাইনে আবেদনের জন্য রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbpds.gov.in/ গিয়ে প্রথমে ফিচার্স অপশনে যাবেন। সেখান থেকে ফর্মস অপশনে গিয়ে ভিউ ফর্মস-এ গিয়ে নতুন করে আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর রেশন কার্ড অপশনে যেতে হবে। তারপর সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে । সেই ফর্ম পূর্ণ করে রেশন অফিসে গিয়ে জমা দিতে হবে। এর পরবর্তী যা করনীয় তা করবে রেশন দোকান।