বিশ্বের অর্থনীতির মন্দার প্রভাব সবথেকে বেশি ভারতে, বললেন আইএমএফ প্রধান জর্জিভা

বাংলা হান্ট ডেস্ক : ভারতে অর্থনীতির বেহাল দশা, কার্যত অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে গোটা দেশ৷ এক দিকে মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অন্য দিকে শেয়ার বাজারের ধস অন্য দিকে আবার ঋণের দায়ে জর্জরিত ভারত৷ যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছিল ভারতের অর্থনীতির হার নিম্নমুখী নয় কিন্তু তার থেকেও যে ভারতের অবস্থা কতটা খারাপ তার প্রমাণ মিলল ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আইএমএফ প্রধান ক্রিস্টা লিনা জর্জি ভার কথায়৷

f2b6b3e2 b6b4 11e9 8a88 aa6628ac896c
FILE – In this April 18, 2018, file photo, the World Bank CEO Kristalina Georgieva speaks at the World Bank/IMF annual spring meeting in Washington. European governments have decided to put forward Georgieva from Bulgaria as their candidate to replace Christine Lagarde as head of the Washington-based International Monetary Fund. (AP Photo/Jose Luis Magana)

বিশ্ব অর্থনীতির ধীর গতির প্রভাব বা মন্দার প্রভাব সব থেকে বেশি রয়েছে ভারতে এমনটাই জানিয়েছেন জর্জি ভা৷ এবং ভারতের সেই অর্থনৈতিক মন্দা বেশ কিছুদিন চলবে বলেও জানিয়েছেন তিনি৷ সদ্য দায়িত্ব নেওয়া ক্রিস্টা লিনা জর্জিভা বিশ্ব অর্থনীতির সঙ্কটের মুখে মাত্র দু মাস আগেই আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদ গ্রহণ করেছেন তাই প্রথম ভাষণ দিতে উঠেই তিনি বিশ্বের জিডিপি বৃদ্ধির হার কী ভাবে নিম্নমুখী হয়েছে তার প্রমাণ দেন, একই সঙ্গে চলতি বছরে বিশ্বের 90 শতাংশ দেশে জিডিপি বৃদ্ধির হার কমবে বলেও অশনি সংকেত শুনিয়েছেন তিনি৷

কয়েক দিন আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমার ভারত মন্দার ধাক্কা কাটিয়ে ঘুরে উঠে দাঁড়াচ্ছে বলে ঘোষণা করেছিলেন, এবং অর্থনৈতিক পরিস্থিতি চাঙ্গা হওয়ার কথা জানিয়েছিলেন৷ কিন্তু এসবিআই এর চেয়ারম্যানের সেই বাণীতে কার্যত জল ঢাললেন আইএমএফ প্রধান জর্জিয়া৷ এ দিনের বক্তব্যের মধ্য দিয়ে গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থার একটি সামগ্রিক চিত্র তুলে ধরেছেন জর্জিয়া৷

সেখানেই তিনি জানিয়েছেন শুধুমাত্র ভারত নয় আমেরিকা জাপান ইউরো জোনের মতো বেশ কিছু শক্তিধর দেশের নাকি একই অবস্থা৷ তার থেকে আরও অবস্থা খারাপ ব্রাজিলের মতো বৃহত্তম উন্নয়নশীল অর্থনীতির দেশগুলির৷ জর্জিয়ার এই বক্তব্যের জেরে কার্যত চিন্তার ভাঁজ পড়েছে বিশ্বের উন্নয়নশীল দেশগুলির কপালে৷

সম্পর্কিত খবর