বাংলা হান্ট ডেস্ক : অবশেষে জঙ্গি দমনে কথা রাখলো আমেরিকা। ভারত আমেরিকার সাথে যখন যৌথ আলোচনা হয় তখন কথা হয়েছিল যে জঙ্গি প্রতিরোধে সমস্ত রকম সাহায্য করবে ট্রাম্প। ওমর এর নিহত হবার কথা সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে আফগানিস্তানে তালেবান জঙ্গী গোষ্ঠী। তাদের কথা অনুসারে আসিম ওমরের মৃত্যু সম্পূর্ণ অপপ্রচার এবং জেহাদিদের মনোবল ভাঙার জন্য নাকি করা হয়েছে।
যদিও এই হামলায় 40 জনের মতো সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু আফগান সরকার জানিয়েছেন তাদের কাছে আসি ওমরের জীবিত ও মৃত দুটি ছবি বর্তমান। রয়েছে প্রশাসনের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে 2014 সালে ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার প্রধান আসিম ওমর। আফগানিস্তানে যৌথ বাহিনী জোর হামলা চালায় গোপন। সূত্রে খবর পেয়ে হেলমান্দ প্রদেশের মুসা কোলা জেলার একটি তালিবান ঘাঁটিতে। হামলা চালায় এবং সেখানেই তাকে খতম করা হয়। এবং মৃতদের বেশিরভাগেরই পাকিস্তানের নাগরিক ছিল বলে দাবি করা হয়।
23 তারিখ সেপ্টেম্বর এর ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ভারতীয় উপমহাদেশের আল-কায়েদার প্রধান আসেম ওমর দক্ষিণ এশিয়ার আল-কায়দার সবচেয়ে ক্ষমতাশালী নেতা ছিলেন তা বলাই বাহুল্য।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…