বাংলা হান্ট ডেস্ক : মুর্শিদাবাদে জিয়াগঞ্জে নিহত আরএসএস কর্মী তথা শিক্ষক বন্ধু প্রকাশ পাল এবং তাঁর সন্তান ও স্ত্রীর মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের সে ভাবে তত্পরতার না দেখানোর জন্য কাঠগড়ায় তুলেছে বিজেপি৷ এক দিকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তো ছিলই এ বার জিয়াগঞ্জ কাণ্ডের জন্য রাজ্যের প্রশাসনের নিষ্ক্রিয়তাকে বড় করে দেখলেন রাজ্য বিজেপি৷ তাই তো শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এক্সপায়ারি হয়ে যাওয়ার সঙ্গে তুলনা করলেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করে এক্সপায়ারি চিফ মিনিস্টার বলেন তিনি৷
এ দিন সাংবাদিকদের তিনি জানিয়েছেন ছোটবেলা থেকেই আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন নিহত শিক্ষক বন্ধু প্রকাশ পাল, যদিও বন্ধু প্রকাশ পালের দাদা জানিয়েছেন তিনি কখনোই আরএসএস কর্মী ছিলেন না তবে দাদার দাবিকে উড়িয়ে দিয়ে বন্ধু প্রকাশ পাল আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন বলে নিজের দাবিতে অনড় থাকেন দিলীপ ঘোষ, একই সঙ্গে তাঁকে বিজেপি সমর্থক বলেও সম্বোধন করেন তাই তাঁর হত্যার পিছনে প্রশাসনের নিষ্ক্রিয়তার বিষয়টিকে তুলে ধরেন দিলীপ ঘোষ৷
ঠিক তার পরেই একের পর এক আক্রমণাত্মক ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন দিলীপ, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক্সপায়ারি বাবু বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বার কার্যত মমতাকে নিশানা করে তাঁর ভাষাতেই তাঁকে কটাক্ষ করে এক্সপায়ারি চিফ মিনিস্টার বলেন দিলীপ ঘোষ৷ তবে এখানেই থেমে থাকেননি, বিরোধীদের বিরুদ্ধে এক হাত নিয়ে কার্নিভাল অনুষ্ঠান নিয়েও কটাক্ষ করেন দিলীপ৷
এক দিকে মৃত্যুর মিছিল চলছে আর অন্য দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লীলা খেলায় মেতেছেন ঠিক এই ভাষাতেই তোপ দেগেছেন দিলীপ ঘোষ৷ উল্লেখ্য জিয়াগঞ্জ ঘটনার প্রতিবাদে শনিবার রাস্তায় নামছেন রাজ্য বিজেপি একই সঙ্গে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হিংসাত্মক অভিযোগ তুলে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিজেপি৷