বাংলা হান্ট ডেস্ক : গ্রাহকদের সুবিধার্থে একাধিক পরিষেবা চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ এসআইপি থেকে শুরু করে এটিএম এই টাকা তোলা সহ একাধিক সুবিধা ঘোষণা করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ তবে এ বার টাকা তোলা এবং জমা রাখার ক্ষেত্রে এক বড়সড় বদল আনল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ 1 অক্টোবর তারিখ থেকে এটিএমে টাকা তোলার ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করেছে এসবিআই৷ এ ছাড়াও একাধিক নিয়মে বদল আনা হয়েছে৷ জেনে নেওয়া যাক এসবিআইয়ের টাকা তোলা এবং জমা রাখার ক্ষেত্রে কী কী বদল এল-
1. এসবিআই ইন্টারনেট পরিষেবায় গ্রাহকদের উত্সাহ বাড়াতে চার্জ কমিয়েছে পঞ্চাশ শতাংশ, নেট বা অ্যাপের মাধ্যমে এনইএফটি বা আরটিজিএসের মতো জায়গায় চার্জ তুলে দিয়েছে৷ তাই আগে লেনদেনের জন্য যে ভাবে বিভিন্ন শাখায় গিয়ে চার্জ দিতে বাধ্য হতেন গ্রাহকরা এখন সে ক্ষেত্রে নিষ্কৃতি পাওয়া গেল৷
2. আই এমপিএসের ক্ষেত্রে এখন আর নেট পরিষেবা চার্জ লাগবে না কিন্তু কোনও শাখায় গিয়ে এই পরিষেবা নিতে গেলে আগের থেকে বেশি পরিমাণে চার্জ দিতে হবে৷
3. সিনিয়র সিটিজেনদের জন্য বাড়ি গিয়ে যে পরিষেবা দেয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সে ক্ষেত্রে বাড়ি গিয়ে লেনদেন করতে হলে এক শ টাকা চার্জ রাখবে এবং অন্য পরিষেবার জন্য 60 টাকা৷
4. অন্যদিকে কমছে মোবাইলে এসএমএসের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা নেওয়ার সুযোগের চার্জ৷
5. এখন থেকে শহরাঞ্চলে এসবিআই গ্রাহকরা টাকা তোলার জন্য নিজের ব্যাঙ্কের এটিএম থেকে পাঁচ বার এবং অন্য এটিএম থেকে তিন বার সুযোগ পাবেন সে ক্ষেত্রে গ্রামে স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা এসবিআই এ পাঁচ বার এবং অন্য ব্যাঙ্কের এটিএমে পাঁচবার ট্রানজাকশনের সুযোগ পাবেন৷
6. এখন থেকে ফ্রি ট্রানজাকশন ছাড়া পাঁচ থেকে কুড়ি টাকা বাড়তি চার্জ দিতে হবে গ্রাহকদের, একই সঙ্গে যদি অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে তার জন্য গ্রাহকদের চার্জ দিতে হবে বা জরিমানা দিতে হবে৷
7. এসবিআই কার্ড লেস ট্রানজাকশনের জন্য বাইশ টাকা এবং জিএসটি দিতে হবে৷
8. যাদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে তাঁরা যে কোনও ব্রাঞ্চ থেকে যত খুশি টাকা তুলতে পারবেন৷
9. এখন চেক বইয়ের ক্ষেত্রেও এক অনন্য সুযোগ পাবেন গ্রাহকরা৷
10. কোনও গ্রাহকের অ্যাকাউন্টে যদি 25 হাজার টাকার ব্যালেন্স সব সময় থাকে সে ক্ষেত্রে সেই সমস্ত গ্রাহকরা যে কোনও এটিএম থেকে টাকা তোলার সুযোগ পাবেন৷