fbpx
টাইমলাইনদুর্গা পূজো ২০১৯পশ্চিমবঙ্গ

ভাসানে নাচে মাত করলেন বৃদ্ধা। ভাইরাল ভিডিও।

 

 

বাংলা হান্ট ডেস্ক: ঘর খালি করে শ্বশুরবাড়ি চলে গেলেন উমা।এই বছরের মতন দুর্গাপুজো শেষ হলো ৷সারা বছর ধরে বাঙালি অপেক্ষায় বসে থাকে এই দিন কটির জন্য, কিন্তু কিছু সময়ের মধ্যে কখন যে কেটে যায় এই দিনগুলি তা বুঝে উঠতে পারেনা বাঙালি। আনন্দে হরষে ভরেছে জীবন ৷ বছরের এই দিনের জন্য সবাই দীর্ঘ অপেক্ষায় থাকেন ৷

উমার বাড়ি ফেরার সময় হলে মন বাঙালির চোখে জল ভরে ঠিকই কিন্তু বাঙালী হাসিমুখে। বিদায় জানায় মা কে।নাচে আনন্দে কলকাহলে উদযাপিত হয় মায়ের বাপের বাড়ির শেষ দিন।আর  মায়ের বিদায়পালায় মাকে ঘিরে এক মায়ের তুমুল নাচে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া ৷ এক বয়স্কার নাচে রীতিমত সাড়া ফেলেছে ৷ ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তেই ৷কি ভীষন জীবনী শক্তি আর আনন্দ রসদ প্রকাশ পায় ভিডিও টিতে, ভিডিও টি প্রমাণ করে যে মন যদি চির তরুণ হয়, তবে যেকোনো বয়সেই নাচে মাত করতে পারে মানুষ।

Back to top button
Close
Close