চমৎকার: এক হাতের রোবট কয়েক মুহূর্তের মধ্যেই সমাধান করলো “Rubik’s Cube “

বাংলা হান্ট ডেস্ক : রুবিকের কিউব একটি অত্যন্ত মজাদার এবং চমকপ্রদ খেলা, খেলনাটি পুরনো হয়ে গেলেও নিত্য নতুন ভাবে সাজানোর মধ্যেই যেন নতুন নত্ব থাকে।কিছু মানুষদের এই রুবিকের কিউব সমাধান করা অভ্যাস বা ভাল লাগা। অনেকে আবার এগুলি সাজানোর মধ্য দিয়ে চ্যালেঞ্জ নিয়ে নেন। এমন অনেকেই আছেন যারা খুব তাড়াতাড়ি রুবিকের কিউব সমাধান করতে সক্ষম হয়। অনেকে আবার চোখের পাতা বন্ধ করে এক হাতে এক নিমেষে চট করে সমাধান করে দিতে পারেন। না এগুলি কখনও শো অফ নয়।

তবে এবার মানুষ নয় রোবট এক হাতে রুবিকের কিউব সমাধান করে দেখালেও, ওপেন এআই দেখিয়ে দিল কী ভাবে অত্যন্ত আগ্রহের সঙ্গে এই রুবিকের কিউব সমাধান করতে সক্ষম হয়েছে। যদিও সংস্থাটি এর আগে ঘোষণা করেছিল একটি রোবট এক হাতে রুবিকের কেউ সমাধান করতে শিখেছে, কিন্তু বিষয়টি অনেকের কাছে অতিরঞ্জিত মনে হয়েছিল। যদিও এর আগেই আমরা দেখেছি রোবট কী ভাবে কথা বলে, এমনকী প্রশিক্ষণ ছাড়াই হঠাত্ করে কোনও জিনিসের সঙ্গে আলাপচারিতা সেরে ফেলে।

তাই কেউ কেউ মনে করছেন এই কিউব সমস্যার সমাধানটা রোবটের পক্ষে করা কিছুই অসম্ভব নয়। জানা গিয়েছে প্রথমেই রোবটটি রুবিকের কিউব টিকে ভাল করে অ্যানালাইজ করে নিচ্ছে তার পর হাত দিয়ে মুহূর্তের মধ্যে সমাধানের পথ বাতলে দিচ্ছে। যদিও প্রাথমিকভাবে ধারণা তৈরি হতে পারে যে রোবটটিকে প্রশিক্ষণের মধ্য দিয়ে এক হাতে চালনা বন্ধ করে অন্য হাত চালু করে রাখতে বলা হয়েছে।

https://youtu.be/vCA57nyTbGE

তবে যেভাবে সামঞ্জস্য রক্ষা করতে ধাঁধার সমাধানে রোবটটি সাফল্য পেয়েছে তাতে সন্দেহের অবকাশ নেই। না তবে রোবট যে ভুল খেলতে পারে না এমনটা কথা নয় এবং কয়েক সপ্তাহের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব পাবে এমনটাও নয় তবে ভিডিওটি একটু চোখ রাখলেই বোঝা যাবে এক হাতে কী ভাবে পাঁচটি আঙুল দিয়ে একটি রোবট লাল নীল হলুদ সাদা সবুজ রংগুলি মিলিয়ে দিচ্ছে।

সম্পর্কিত খবর