ঝাড়গ্রাম জেলাজুড়ে ধান কেনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু

 

ঝাড়গ্রাম: সরকারিভাবে ধান কেনার জন্য ঝাড়গ্রাম জেলাজুড়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হল। ঝাড়গ্রাম জেলার আটটি ব্লকের আটটি সিপিসিতে ধান কেনার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঝাড়গ্রাম জেলায় মোট আটটি স্থায়ী ধান্যক্রয় কেন্দ্র রয়েছে।

IMG 20191017 WA0023 1

স্থায়ী ধান্যক্রয় কেন্দ্রগুলি হল লালগড়, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, নয়াগ্রাম কিষাণ মান্ডি, সাঁকরাইল ব্লকের রাঙাডিহা কিষাণ মান্ডি, গোপীবল্লভপুর-১ ব্লকের অফিসের কাছে, বেলিয়াবেড়া ব্লকের তপসিয়া গ্রাম পঞ্চায়েত অফিস ও জামবনী ব্লকের গিধনি মান্ডি মার্কেট। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ বলেন, এদিন জেলার প্রত্যেকটি সিপিসিতে ধান কেনার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। নভেম্বর মাস থেকে ধান কেনা শুরু হবে। রেজিস্ট্রেশন করার জন্য সরকারিভাবে প্রচার চালানো হবে।

সম্পর্কিত খবর