মহারাষ্ট্র হরিয়ানাতে বিজেপি ফুটালো পদ্ম,অন্যদিকে কুড়িও ফুটাতে পারল না কংগ্রেস!

 

বাংলা হান্ট ডেস্ক: না বীজ গণিত না পাটিগণিত আপনি যদি উপপাদ্য ও সম্পাদ্য দিয়ে মিলাতে যান তবে কিন্তু ভোটের অংক মিলাতে পারবেন না কখনো। হাওয়াবদল কখনো আবার উন্নয়ন কখনো বা রাজনীতির মুখ সব বিষয় মিলেমিশে কাজ করে ভোটের বাজারে। হ্যাঁ ভোট সাহিত্যের ইতিহাস কিন্তু অন্য কথায় বলে। কখনো বা সংখ্যালঘুদের দাপট কখনোবা সংখ্যাগুরুদের দাপট কোনটাই একসময় মেলানো যায়না যখন ধরা পড়ে একের পর এক ব্যতিক্রমী ভোটিং বাক্সের চিত্র। এরকম খুব বেশি হয়নি সময়কালে মহারাষ্ট্র হরিয়ানায় এই ভোটের ফলে। বের হতেই যেন সব চিত্র পাল্টে গেল মহারাষ্ট্রে যেখানে বিজেপি পদ্ম ফুলের বাহার ফুটেছে অন্যদিকে কংগ্রেস যেন ফুটিয়েছে কুড়ি হরিয়ানাতে।
হরিয়ানার মোট ৯০ আসনের মধ্যে বিজেপি ৪০, কংগ্রেস ৩১, জেজেপি ১০, আইএনএলডি ১ এবং অন্যান্যরা ৮ আসনে জয়ী হয়েছে। অর্থাৎ হরিয়ানায় জেজেপির ওপরই অনেক কিছু নির্ভর করছে।

Modi Gandhi
অপরদিকে, শিব সেনার সঙ্গে জোট বেধে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে জয়ী হয়েছে তারা। যদিও ওই রাজ্যের ১৫টি আসন হারিয়েছে বিজেপি। মহারাষ্ট্রে মোট ২৮৮ আসনে বিজেপি ১৬২, কংগ্রেস ১০৪, এমএনএস ১ এবং অন্যান্যরা ২১ আসনে জয়ী হয়েছে। অর্থাৎ বিজেপি-শিবসেনার জোটই সরকার গঠন করবে মহারাষ্ট্রে।

এদিকে ঘটনার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়ে গেছে চাপানউতোর। কংগ্রেসের কাছে একাধিকবার ফোন গিয়েছে হুড্ডার। আবারও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ জেজেপি এর এখন দাম অনেক। তারাও এখন নিজেদের দর বাড়াচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে। যাতে তাদের সাথে জোট করে সরকার করতে হয়।

সম্পর্কিত খবর