একই সঙ্গে ভাজ্জি এবং বুমরাহের স্টাইলে বোলিং করে নেট দুনিয়ার সারা ফেলে দিলেন এই মেয়েটি।

Published On:

ভারতের প্রাপ্তন ক্রিকেটার আকাশ চোপড়া সম্প্রতি একটি ভিডিও পোষ্ট করেন। আর সেই ভিডিওটি প্রকাশ্যে আসার পরই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায় একটি মেয়ে খুব সুন্দর ভাবে বোলিং করছেন। কিন্তু সেই মেয়ের বোলিং একশ্যান দেখার মত। সেই মেয়ের বোলিং দেখার পর থেকেই নেট দুনিয়ায় এই প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করে এই মেয়ের বোলিং একশন আসলে কার মত? ভারতের সিনিয়র স্পিনার হরভজন সিং এর মত নাকি বর্তমানে ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরাহের মতন? মেয়েটির বোলিং এর ভিডিও দেখার পর থেকেই দ্বন্দ্বে পড়েছে পুরো নেট দুনিয়া। কয়েক জন ইন্টারনেট ব্যবহারকারী দাবি করেছেন এই মেয়ের বোলিং একশন পুরো ভাজ্জির মত, সেখানে আরেকদল ইন্টারনেট ব্যবহারকারীর মতে অবিকল বুমরাহের সাথে মিল রয়েছে এই মেয়ের বোলিং একশন। এই মুহূর্তে বিভিন্ন স্যোসাল মিডিয়ায় আলোচনার শীর্ষে রয়েছে এই বিষয়টি।

আকাশ চোপড়া এই মেয়েটির বোলিং একশনের একটি স্লো মোশন ভিডিও প্রকাশ করে সেটা ট্যাগ করেছেন হরভজন সিংকে। আকাশ চোপড়া এই ভিডিও প্রকাশ করে টুইটারে লিখেছেন ‘দেখো হরভজন এই মেয়েটির বোলিং একশন দেখে মনে হচ্ছে তোমাকে দেখে অনুপ্রাণিত হয়েই এই মেয়ে এমন বোলিং করছেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ভাবেই অনেকে তোমার বোলিং দেখে অনুপ্রাণিত হয়েছেন এবং তোমাকে তাদের আইডল বানিয়েছেন।’

সেই সাথে আকাশ চোপড়া জানিয়েছেন অনেকেই আমার মতের সাথে সহমত জানিয়েছেন, কিন্তু অনেকেই আবার দাবি করছেন এই মেয়ের বোলিং একশন ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরাহের মতন। আবার অনেকের মতে দুজনের মতোই বল করতে পারে এই মেয়ে। যদিও মেয়েটির পরিচয় সম্বন্ধে সঠিক ভাবে কিছু জানা যায় নি।

X