বাংলা হান্ট ডেস্ক : ইজরায়েলের সংস্থাকে ব্যবহার করেই তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে এমনই অভিযোগ তুলে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে হোয়াটসঅ্যাপে রাজনীতি বিচারপতি সাংবাদিকদের ওপর নজর রাখা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি৷ তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ হোয়াটস্অ্যাপ অত্যন্ত সুরক্ষিত, দীর্ঘ কয়েক বছর আগে থেকে লঞ্চ হওয়ার পর হোয়াটসঅ্যাপে তথ্য চুরির অভিযোগ এখনও অবধি হয়নি এবং সংস্থার তরফে হোয়াটসঅ্যাপের তথ্য অন্য কারও পড়ার কোনও সুযোগ নেই বলে জানানো হয়েছিল
তবে ইজরায়েলি পেগাসাস চোখে আঙুল দিয়ে দেখাল তথ্য প্রযুক্তির দুনিয়ায় কোনও তথ্য সুরক্ষার বালাই নেই৷ জানা গিয়েছে হোয়াটস অ্যাপেও নাকি রয়েছে তেমন কোনও পথ আর সেখান দিয়েই পেগাসাসের মতো ভাইরাস প্রবেশ করে তথ্য চুরি করছে৷ শুধু তাই নয় ভারতের বেশ কিছু রাজনীতি বৃদ্ধিকে মানবাধিকার কর্মীদের হোয়াটসঅ্যাপের নজরদারি ছাড়িয়ে তাদের তথ্য চুরি করেছে বলে অভিযোগ উঠেছে৷ যদিও এতদিন হোয়াটসঅ্যাপের তরফে কেন এক টু এন্ড এনক্রিপশন দাবি করা হত তা হলে প্রশ্ন করছে এমন ঘটনা ঘটল কী ভাবে?
বিশেষজ্ঞরা বলছেন এন্ড টু এন্ড এনক্রিপশন মাধ্যমে কোনো তথ্য কারও হাতের পৌঁছনো কথাই নয়, কিন্তু ইজরায়েলের তৈরি ভাইরাসের ধাক্কায় সেটি কার্যত মিথ্যা হয়ে গেছে৷ ইজরায়েলি ভাইরাস পেক আশ্বাস তথ্য কপি করে অন্য ডিভাইসে পাঠাতে পারে লেমন জেলি নামে একটি শক্তিশালী ম্যালওয়ারের মাধ্যমে৷ মেসেজের পাশাপাশি একাধিক ডিভাইসে নজরদারি চালায় তারা৷ তাই সাইবার বিশেষজ্ঞরা বলছেন পরেরদিন অন্তর অন্তর মেসেজ ডিলিট করা উচিত৷ পাশাপাশি হোয়াটসঅ্যাপকে ডিলিট করে নতুন ভাবে ডাউনলোড করতে হবে৷