চাকরির খবর: উচ্চমাধ্যমিক পাশ করেই দিল্লি পুলিশে চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত

 

বাংলা হান্ট ডেস্ক : চাকরির বাজারে যখন ভরাডুবি তখনই উচ্চ মাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য দিল্লি পুলিশ নিয়ে এসেছে Head Constable (Clerk) পদে চাকরির সুযোগ। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে পড়ে নিন বিস্তারিত।

এই পদে আবেদনের শুরুর তারিখ ১৪ই অক্টোবর ২০১৯ এবং আবেদন শেষের তারিখ ১৩ ই নভেম্বর ২০১৯।

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পরীক্ষার্থীদের

পদ : Head Constable (Clerk)

কর্মস্থল: নিউ দিল্লি

বেতন: ২৫৫০০ টাকা থেকে ৮১১০০ টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ পাশ যোগ্যতা সাথে টাইপিং এর দক্ষতা।

IMG 20191111 151854

বয়স সীমা: বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

জাতীয়তা : প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে।

আবেদন মূল্য: জেনারেল এবং OBC /EWS দের জন্য ১০০টাকা এবং ST এবং SC ও মহিলা প্রার্থীর কোনও টাকা লাগবে না।

নির্বাচনের পদ্ধতি : অনলাইন পরীক্ষা শারীরিক পরীক্ষা ও টাইপিং টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://www.delhipolice.nic.in এর মাধ্যমে আবেদন করতে হবে।

সম্পর্কিত খবর