একেতেই ভিখারি! তারপর আবার টমেটোর দাম ৩০০ কেজি পার পাকিস্তানে, সবজির দাম আকাশ ছোঁয়া

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান (Pakistan) দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে চরম সমস্যার সন্মুখিন। প্রতিবেশী দেশ পাকিস্তানে এখন দৈনন্দিন জিনিষের দাম রোজই বেড়ে চলেছে। মাত্র এক দিনেই পাকিস্তানে টমেটোর (Tomato) দাম ১৬০ টাকা কেজি বেড়ে গেছে। আর এক দিনে পাহাড় প্রমাণ টমেটোর দাম বাড়ার ফলে, পাকিস্তানে এখন টমেটো ৩০০ থেকে ৩২০ টাকা কেজি হয়েছে। পাকিস্তানের মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে চরম সমস্যায় ভুগছে। পাকিস্তানিরা জানাচ্ছে, এত দামি টমেটো তাঁরা কোনদিনও কেনেনি। সোশ্যাল মিডিয়ায় এসে তাঁরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে।

download 1 10

আরেকদিকে বাকি সবজির দামও আকাশ ছুঁয়েছে। একদিনে ২০ টাকা বৃদ্ধি পাওয়ার পর, পিঁয়াজের দাম ৮০ টাকা প্রতি কেজি হয়ে গেছে। আরেকদিকে শিমলা মরিচ এর দাম ২৪০ টাকা প্রতি কেজি হয়েছে। গত সপ্তাহে শিমলা মরিচের দাম পাকিস্তানে আরও বেশি ছিল। রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহে শিমলা মরিচ পাকিস্তানে ৩২০ টাকা প্রতি কেজি ছিল। শোনা যাচ্ছে যে, পাকিস্তানের বেশ কিছু এলাকায় ফসল খারাপ হওয়ার কারণে জনগণ দ্রব্যমূল্য বৃদ্ধির সন্মুখিন হয়েছে।

PAKISTANDAILYLIFE

পাকিস্তানে ময়দার দাম ৪৮ টাকা ৫০ পয়সা প্রতি কেজি ছিল, যেটা ২ টাকা বেড়ে ৫০ টাকা ৫০ পয়সা প্রতি কেজি হয়েছে। এই বছর এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত পাকিস্তানের আটা মিল গুলো ১২ বার দাম বারিয়েছে। এই ১২ বারে পাকিস্তানে আটা ময়দার দাম ১৪ টাকা বেড়েছে। এপ্রিল মাসে এক কেজি আটার দাম ৩৩ টাকা ৫০ পয়সা ছিল। আর ময়দার দাম ৩৬ টাকা ৫০ পয়সা ছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর