আমার মতো সামান্য শিক্ষিকার বিজেপিতে দরকার নেই, কটাক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের

বাংলা হান্ট ডেস্ক : 14আগস্ট তারিখে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। যোগ দেওয়ার পর থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় দলে সক্রিয় মনোভাব দেখাতে চাইলেও বিজেপির তরফ থেকে সেভাবে পাত্তা দেওয়া হয়নি বড় শোভন চট্টোপাধ্যায়কে দায়িত্ব দিতে চাওয়া হলেও তা গ্রহণ করেননি। তাই তো ও বান্ধবীকে পাত্তা না দেওয়ায় আসতে আসতে দুই বন্ধু বান্ধবী মিলে বিজেপি থেকে দূরত্ব বাড়িয়ে দেয়।Baishakhi Banerjee 3 1

এর পর তাঁদের তৃণমূলে যোগদান নিয়ে জোর জল্পনা ওঠে যদিও সে ভাবে তৃণমূলের তরফে উচ্চবাচ্য শোনা যায়নি,শুক্রবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আবারও দেখা করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর তিনটে নাগাদ শিক্ষামন্ত্রীর অফিসে পৌঁছন তিনি। দুজনের মধ্যে প্রায় দেড় দুই ঘণ্টা কথোপকথন হয় এর পর সাংবাদিকদের সামনে তিনি কলেজের নানা সমস্যা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে এসেছিলেন বলে জানিয়েছেন।

এর পর বিজেপির সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে, সাংবাদিকদের কিছুদিন অপেক্ষা করে থাকতে বলেন পাশাপাশি তাঁর মতো সামান্য শিক্ষিকার বিজেপিতে দরকার নেই ঠিক এই ভাষাতেই বিজেপিকে কটাক্ষ করলেন তিনি। উল্লেখ্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে ঘরের নতুন বউ বলে কটাক্ষ করেছিলেন।

যদিও এখানেই থেমে থাকেননি এর আগেও বেশ কয়েকবার ক্ষয় করা হয়েছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তাই এ বার বোধহয় বিজেপিকে পাল্টা দিলেন মিল্লি আল আমিন কলেজের অধ্যাপিকা।

সম্পর্কিত খবর