বাংলা হান্ট ডেস্ক : সপ্তদশ লোকসভা নির্বাচনের আগে বিজেপি বনাম কংগ্রেসের মহাযুদ্ধ ব্যাপক ঝড় তুলেছিল দেশীয় রাজনীতিতে।বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে রাহুল গাঁধীর চৌকিদার চোর হ্যায় স্লোগানকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছিল। এর পর রাহুল গাঁধীর বক্তব্যকে ঘিরে কার্যত তোলপাড় উঠেছিল গোটা দেশে,এর পর রাহুল গাঁধীর বক্তব্যকে ঘিরে আদালতের দ্বারস্থ হন মীনাক্ষী লেখি নামে এক বিজেপি নেত্রী।
West Bengal: Youth Congress workers held protest outside BJP party office in Kolkata over BJP's demand of apology from Rahul Gandhi after Supreme Court dismissed Rafale review petitions. They're also protesting withdrawal of SPG cover to Sonia Gandhi,Rahul Gandhi& Priyanka Gandhi https://t.co/ic7SWRaDr2 pic.twitter.com/2XPRXVtHPY
— ANI (@ANI) November 16, 2019
রাফাল কেলেঙ্কারিকে কেন্দ্র করে রাহুল গাঁধীর চৌকিদার চোর মন্তব্যের পর সুপ্রিম কোর্টের তরফে তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছিল। শনিবার রাহুলের মন্তব্যকে ঘিরে ক্ষমা প্রার্থনার জন্য কংগ্রেস সদর দফতরে তাণ্ডব ছাড়ল বিজেপি সমর্থকরা। রামলীলা ময়দান থেকে মিছিল শুরু করে বিজেপি যুব মোর্চার সদস্যরা বিধান ভবন অবধি মিছিল এগিয়ে নিয়ে যায় এর পর কংগ্রেসের সদর দফতরে তাণ্ডব চালিয়ে গেটে থাকা সত্তর বছরের আবদুল জব্বারের ওপর হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা
একই সঙ্গে রাহুল গাঁধীর ফ্লেক্স ছিঁড়ে দিয়েই তাঁর ছবিতে কালি ছেটানো হয়। কংগ্রেসে কর্মীরা জানিয়েছেন জয় শ্রী রাম স্লোগান তুলতে তুলতে বিধান রায়ের মূর্তিতে ঢিল মারে সমর্থকরা। ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর পর দুপুরে পাল্টা দিতে বিজেপির রাজ্য সদর দফতরে বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মী সমর্থকরা।