গাভাস্কার আসা রাখছেন দ্বিতীয় বছরেও মায়াঙ্ক ধারাবাহিক ভাবে ব্যাটিং করতে পারবেন।

ইন্দোরে ভারত বনাম বাংলাদেশের প্রথম টেষ্টে দুর্দান্ত ফর্মে ছিলেন ওপেনার মায়াঙ্ক। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে 243 রানের সুন্দর ইনিংস খেলে সকল কে তাক লাগিয়ে দিয়েছিলেন মায়াঙ্ক। মায়াঙ্কের এই সুন্দর ব্যাটিং দেখে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রাপ্তন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। মায়াঙ্কের 243 রানের উপর ভর করে ভারত প্রথম টেষ্টে ইনিংস এবং 130 রানে হারায় বাংলাদেশ কে। আর এই দুর্দান্ত ব্যাটিং করার দৌলতে কেরিয়ারের সেরা টেষ্ট র্যাংকিংয় একাদশ নাম্বারে উঠে এসেছে মায়াঙ্ক।

এইদিন স্টার স্পোর্টস কে দেওয়া একটা সাক্ষাৎকারে কিংবদন্তি সুনীল গাভাস্কার বলেন ‘টেষ্ট ক্রিকেট খুব সুন্দর উপভোগ করছেন মায়াঙ্ক, এটাই টেষ্ট ক্রিকেটে মায়াঙ্কের প্রথম বছর। আশা করব মায়াঙ্ক তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের দ্বিতীয় বছরেই একই ভাবে ধারাবাহিকতা দেখিয়ে ভারতের হয়ে খেলে যেতে পারবে। এই বছর মায়াঙ্ক যেমন খেলছেন পরের বছর তার কাছে খেলাটা একটু হলেও কঠিন হবে, কারণ পরের বছর বিপক্ষ দল মায়াঙ্কের ব্যাপারে খুঁটিনাটি তথ্য জেনেই মাঠে নামবে। ফলে ব্যাটিং করা খুব একটা সহজ হবে না তার। তবে তিনি এটাও জানিয়েছেন এই মুহূর্তে মায়াঙ্ক যে ফর্মে ব্যাটিং করে চলেছেন তাকে থামানো মুশকিল।

2008585407544557b44e8c0f1c64ab2244d37fa5f

এছাড়াও গাভাস্কার মায়াঙ্কের ব্যাটিং বিশ্লেষণ করে বলেন যে শুধুমাত্র অফসাইডে ঝুঁকে না গিয়ে দারুন ভারসাম্য রেখে ব্যাটিং করেন মায়াঙ্ক। সেই সাথে মায়াঙ্ক ব্যাকফুট, ফ্রন্টফুট সুন্দর ভাবে ব্যবহার করেন। ফর্মে রয়েছে সেই সাথে গত পাঁচ ইনিংসে দুটি ডবল সেঞ্চুরি মায়াঙ্কের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে। এর থেকে এটাই আশা করা যায় যে আগামী বছরও মায়াঙ্ক এই ভাবেই ব্যাটিং করে যাবেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর