বাংলা হান্ট ডেস্ক: ইন্দিরা গান্ধির 102 তম জন্মজয়ন্তীতে আজ তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন মেয়র ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্পর্কে বলতে গিয়ে ফিরহাদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমরা ইন্দিরা গান্ধির ছায়া দেখতে পাই। ইন্দিরা গান্ধির স্বপ্ন পূরণ করবেন মমতাই।”
উল্লেখ্য, সম্প্রতি প্রমোটার রাজ ঠেকাতে এবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। যার জেরে বস্তিবাসীদের জন্য প্রজাস্বত্ব সংক্রান্ত নিয়মে বদল আনা হয়েছে। পাশাপাশি বস্তিবাসীদের জীবন যাত্রার মান উন্নয়নে উদ্যোগী হয়েছে রাজ্য। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় এখন থেকে ঠিকা প্রজাদের লিজের মর্যাদা দেওয়া হবে। এছাড়াও ঠিক হয় ঠিকা প্রজাদের দীর্ঘ মেয়াদি ভিত্তিতে জমি লিজ়ে দেওয়া হবে। ৩০ থেকে ৯৯ বছর পর্যন্ত সেলামির বিনিময়ে তাঁরা লিজ়ে নিতে পারবেন।
সম্প্রতি কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম পুরভোটের আগে ঠিকাদারদের পাওনাগন্ডা বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছেন সকলকে। শুধু তাই নয় এর সাথে সাথে তিনি আরও নির্দেশ দেন যে সময়ের কাজ ঠিক সময়ে শেষ করতে হবে। ফিরহাদ হাকিম ঠিকাদারদের নির্দেশ দিয়ে বলেন, ‘যথা সময়ে কাজ শেষ করতে না পারলে কালো তালিকাভুক্ত করা হবে। প্রি টেন্ডার আবশ্যিক। টেন্ডার হওয়ার পূর্বে সমস্ত কিছু স্পষ্টভাবে পর্যালোচনা আলোচনা করে নেওয়া দরকার। পরে সময় বা টাকা কোনওটাই বাড়ানো যাবে না।’
সামনের বছরে আয়োজিত হবে কলকাতা পুরসভার ভোট। মেয়র নিজেই মন্তব্য করে বলেছেন, এই নির্বাচন হতে পারে এপ্রিল মাসে। কিন্তু ভোটের ফলাফল নিয়ে ফিরহাদের মনে যে কি চলছে তা এখনো স্পষ্ট নয়। কলকাতার মেয়র স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ‘এপ্রিলেই হবে পুরভোট। দরপত্র এমনভাবে দেওয়ার ব্যবস্থা করুন যাতে সমস্ত কাজ ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যায়। সমস্ত টাকার পাওনা গন্ডা আছে মার্চ মাসেই মিটে যায়। এরপর টাকা না পেলে আর আমার কোন দায় থাকবে। ভোটের পর কী হবে কেউ জানে না।’